হোম অন্যান্যসারাদেশ নড়াইলের বিছালী ইউনিয়নে চাঁদার চেয়ে ভ্যান চালককে ধরে নিয়ে মারপিট

নড়াইলের বিছালী ইউনিয়নে চাঁদার চেয়ে ভ্যান চালককে ধরে নিয়ে মারপিট

কর্তৃক Editor
০ মন্তব্য 122 ভিউজ

নড়াইল অফিস :

নড়াইলের বিছালী ইউনিয়নে চাঁদার দাবীতে ভ্যান চালককে ধরে নিয়ে মারধর করেছে. এলাকার চিশ্চিত সন্ত্রাসীরা । গতকাল সন্ধায় ভ্যান চালক সবুজ শেখ (২০).নিজ গ্রাম আকবপুর বিলে সঙ্গিদের নিয়ে মাছ ধরতে যায়। ভুুক্তভোগীরা জানান,এ সময় এলাকার চিশ্চিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ও তার সন্ত্রাসী বাহীনি সবুজকে তুলে নিয়ে যায় এবং ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে । গরীব ভ্যান চালক সবুজ টাকা দিতে অস্বিকার করলে তাকে বেধড়ক মারপিট করে।

বিষয়টা স্বজনেরা খবর পেয়ে এলাকার মাত্ববর মফিজ মাস্টারকে জানায় , মফিজ মাস্টার বিছালী পুলিশ ফাড়ির ইনচার্জ রতন কুমার পালকে জানালে, তিনি সবুজকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। সবুজ বর্তমানে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।

আহত সবুজ শেখ জানান,তার শরিরের বাম পার্শ্বে গুরুত্বর আঘাত থাকায় সে নড়াচড়া করতে পারছেন না।
এ বিষয়ে বিছালী পুলিশ ফাড়ির ইনচার্জ রতন কুমার পাল জানান, আমি খবর পেয়ে গুরুত্বর আহত সবুজকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। খোজ নিয়ে জেনেছি বর্তমানে সে ভালো আছে । তবে যারা এই সন্ত্রাসীর সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনয়ানুক ব্যবস্থা নেয়া হবে।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন