হোম খুলনানড়াইল নড়াইলের চিত্রা নদীর তীরবর্তী স্থাপনা ও শতবর্ষী নদীর ঘাট অবৈধ দখল মুক্ত করার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন 

নড়াইলের চিত্রা নদীর তীরবর্তী স্থাপনা ও শতবর্ষী নদীর ঘাট অবৈধ দখল মুক্ত করার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন 

কর্তৃক Editor
০ মন্তব্য 30 ভিউজ

নড়াইল প্রতিনিধি:

নড়াইলের প্রান, চিত্রা নদীর তীরবর্তী স্থাপনা শতবর্ষী নদীর ঘাট অবৈধ দখল মুক্ত করার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। বুধবার ১৬ এপ্রিল দুপুরে নড়াইল সদর হাসপাতালের দক্ষিনে ভওয়াখালী মৌজার দুইটি শতবর্ষী ঘাট পরিদর্শন করে নড়াইল সদর উপজেলার ভুমি কমিশনার এসি ল্যান্ড দেবাশীষ অধিকারী। সময় তিনি দখলদার কোন ব্যাক্তি উপস্থিত ছিলেন না। সরেজমিনে পরিদর্শনে এসি ল্যান্ড বলেন, নড়াইলের প্রান চিত্রা নদীকে বাচাতে দ্রæ উচ্ছেদ অভিযান শুরু  হবে। রাস্তার পাশে নদী সংযোগ ঘাট যা শতবর্ষী। এখানে এলাকার জনসাধারন গোসল করত। কিন্ত বর্তমান দখল হবার কারনে ঘাটে জনসাধারন চলাচল করতে পারে না। তাই তাদের বিরুদ্ধে নোটিশ দেওয়া হবে। এরপরেও তারা তাদের স্থাপনা সরিয়ে না নিলে পরবর্তীতে অন্য পদক্সেপ গ্রহন করা  হবে। পরিদর্শন কালে স্থানীয় অধিবাসীরা অসন্তোস প্রকাশ করে বলেন, অবৈধ দখলদারদের অনেকবার ঘাট দখল মুক্ত করার কথা বললে উল্টো তার আমাদের হুমকি প্রদান করে। 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন