হোম অন্যান্যসারাদেশ নড়াইলের গোন্ডব- চালিঘাট আতঙ্কের জনপদ, অধিকাংশ বাড়ি মানুষ শুন্য

নড়াইলের গোন্ডব- চালিঘাট আতঙ্কের জনপদ, অধিকাংশ বাড়ি মানুষ শুন্য

কর্তৃক
০ মন্তব্য 134 ভিউজ

নড়াইল অফিস :
এলাকার আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে তিন খুনের জেরে নড়াইলের লোহাগড়া উপজেলার গোন্ডব, চালিঘাটগ্রামসহ সংলগ্ন এলাকা আতঙ্কের জনপদে পরিনত হয়েছে। প্রতিপক্ষের হামলামামলার ভয়ে এলাকার কয়েকশো পরিবার ভিটেমাটি ফেলে পালিয়েছে। আতঙ্কিত মানুষের গ্রাম ত্যাগ অব্যাহত রয়েছে। চলছে লুটপাট।

পুলিশ বলছে লুটপাটের ঘটনায় মামলা নেয়া হয়েছে, অপরাধে জড়িতদের আইনের আওতায় এনে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে। সরেজমিন দেখা গেছে, গ্রামের সড়কে জন চলাচল অত্যন্ত নগন্য। অসংখ্য বাড়িঘর বসতী জনশূন্য। সাংবাদিকদের আসার খবরে ছুটে আসা কয়েকজন গৃহবধু জানান, প্রানভয়ে বাড়িঘর ফেলে পালালে তাদের যথাসর্বস্ব লুটে নেয়া হয়েছে।

হামলার ভয়ে তারা বাড়িঘরে স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না। দুই গ্রামের কয়েকটি স্থানে পুলিশ মোতোয়েন থাকলেও চোখেপড়ে আতঙ্কিত মানুষের সহায়সম্বল নিয়ে গ্রাম ত্যাগের দৃশ্য।
এলাকাবাসী জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কাশিপুুর ইউনিয়নের গোন্ডব গ্রামের সুলতান মাহমুদ বিপ্লব ও মিরাজ মোল্যা পক্ষের মধ্যে দ্ব›েদ্বর জেরে গত ১০জুন দু’পক্ষে সংঘঠিত ভয়াবহ সংঘর্ষে, মিজার পক্ষের মোক্তার ও হাবিব মোল্যা নামে চাচা-ভাইপোসহ তিন ব্যক্তি নিহত ও অন্তত ১৫জন আহত হন।

এ ঘটনার পরই গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। উদ্ভ’ত পরিস্থিতিতে মামলাহামলার ভয়ে বিপ্লব পক্ষের দু’শোর অধিক পরিবারের নারি-পুরুষ বাড়িঘর সহায় সম্বল ফেলে পালিয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন থাকা সত্বেও থামছেনা জানমালের নিরাপত্তা নিয়ে শঙ্কিত মানুষের গ্রাম ত্যাগ। এদিকে জনশূন্য এ সব বাড়িঘরে ব্যাপক লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

কাশিপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য আব্দুল অয়াহেদ শেখ জানন, এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে, লুটপাট অব্যাহত আছে। এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে তিনি প্রশাসনের হস্তক্ষেপ দাবি করনে।  জানান এ দিকে পুলিশ বিচ্ছিন্ন লুটপাটের কথা স্বীকার করে লোহাগড়া থানার অফিসার ইনচার্য সৈয়দ আশিকুর রহমান জানান, লুটপাটের ঘটনায় মামলা নেয়া হয়েছে, এতে জড়িত কয়েকজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে। এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে বর্তমানে স্বাভাবিক পরিবেশ বিরজ করছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন