হোম অন্যান্যসারাদেশ নড়াইলের কালিয়ায় শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ

নড়াইলের কালিয়ায় শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ

কর্তৃক Editor
০ মন্তব্য 119 ভিউজ

নড়াইল অফিস :

নড়াইলের কালিয়ায় শীত বস্ত্র নিয়ে দুঃস্থ শীতার্থদের পাশে দাঁড়ালো সেবা প্রতিষ্ঠান এভারগ্রীন পিরোলী নামের একটি সংগঠন। শীত নিবারণে জন্য হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়। ৯ ডিসেম্বর বুধবার বিকেলে পিরোলী শেখ বাড়ি এভারগ্রীন পিরোলী কার্যালয়ে এ কম্বল বিতরণ করা হয়।

এভারগ্রীনের প্রতিষ্ঠাতা জহিরুল ইসলামের পক্ষে তার বড়ভাই সমাজ সেবক শেখ নজরুল ইসলাম শীতবস্ত্র পীড়িত মানুষের হাতে তুলে দেন । এ সময় এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । হঠাৎ জেঁকে বসা এই শীতে কম্বল সমাজের সুবিধা বঞ্চিতদের মাঝে কিছুটা হলেও স্বস্তি এনে দেবে। কম্বল পেয়ে শীতের প্রকোপে নিদারুন কষ্টে থাকা বয়সের ভারে নুয়ে পড়া এই মানুষগুলোর চোখেমুখে প্রশান্তি ফুটে ওঠে। এদিন পিরোলী ও শিতলবাটি গ্রাম ছাড়াও শীতার্ত গরীব মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মোট সাড়ে তিনশো কম্বর বিতরণ করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন