হোম জাতীয় ন্যূনতম মজুরি না মেনে গাজীপুরে সংঘর্ষে জড়ালো শ্রমিকরা, ৮ পুলিশ আহত

জাতীয় ডেস্ক:

গাজীপুরে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে ৮ পুলিশ সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত ৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়েছে। এদের মধ্যে ১ জন এসআই এবং ২ জন কনস্টেবল রয়েছেন বলে জানা গেছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুব আলম জানান, বুধবার (৮ নভেম্বর) দিনভর সংঘর্ষে গাজীপুরে ৮ পুলিশ সদস্য আহত হয়েছেন। এর মধ্যে সকালে সংঘর্ষের ঘটনায় ৩ এবং বিকেলে নাওজোড় এলাকায় সংঘর্ষের ঘটনায় ৫ জন আহত হন।

জানা গেছে, মঙ্গলবার (৭ নভেম্বর) পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ হয়। বৈঠকে উপস্থিত শ্রমিক প্রতিনিধিরা তাৎক্ষণিক মেনে নিয়ে সব শ্রমিককে কাজে যোগ দেয়ারও আহ্বান জানান।

তবে তা প্রত্যাখ্যান করেন শ্রমিকদের একাংশ। এ নিয়ে বুধবার বিক্ষোভের ডাক দেয় তারা। যদিও দেশের অন্য কোনো অঞ্চলে শ্রমিক বিক্ষোভের কোনো ঘটনা ঘটেনি।

এ ধারাবাহিকতায় কারখানা শ্রমিকদের ন্যূনতম বেতন ২৩ হাজার টাকার দাবিতে গাজীপুরে সকাল থেকে শ্রমিক বিক্ষোভ শুরু হয়। এ সময় ১ নারী শ্রমিক প্রাণ হারান। সংঘর্ষে ৩ পুলিশ সদস্য আহত হন।

পরে দুপুরের পর কোনাবাড়ি এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় শ্রমিকরা। বিকেল সাড়ে তিনটার দিকে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পুলিশের ৫ সদস্য গুরুতর আহত হন।

যদিও পুলিশের একটি সূত্র জানিয়েছে, এপিসি কারের ভেতরে থাকা পুলিশ সদস্যদের অসাবধানতার কারণে বিস্ফোরক দ্রব্যের বিস্ফোরণে কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

একই ঘটনায় বেশ কয়েকজন পোশাক শ্রমিক আহত হয়েছেন।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি বিজিবি, র‌্যাবের সমন্বয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হলে শ্রমিকরা পিছু হটে। তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আগুন দিয়ে বিক্ষোভ করে তারা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন