হোম জাতীয় ন্যাম ভবনে দুই সংসদ সদস্যের প্রথম জানাজা অনুষ্ঠিত

জাতীয় ডেস্ক:

সদ্য প্রয়াত দুই সংসদ সদস্যের ন্যাম ভবনে অনুষ্ঠিত প্রথম নামাজে জানাজায় অংশ নিয়েছেন রাজনৈতিক এবং শিক্ষা অঙ্গনের বিশিষ্টজনেরা।

শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুর- ৩ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম শাহজাহান কামাল এবং ব্রাহ্মণবাড়িয়া- ২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য উকিল আবদুস সাত্তারের জানাজা অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ওয়ার্কার্স পার্টির সভাপতির রাশেদ খান মেনন, বিএনপি নেতারা। ছিলেন বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ। পরিবারের পক্ষ থেকে তাদের রুহের মাগফেরাত কামনা করা হয়।

এর আগে শনিবার ভোর ৩টা ১৯ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন একেএম শাহজাহান কামাল।

তিনি ১৯৫০ সালের ১ জানুয়ারি লক্ষ্মীপুর জেলার আটিয়াতলীতে জন্মগ্রহণ করেন। তার বাবা মো. ফরিদ আহমেদ এবং মাতা মাসুমা খাতুন। তার স্ত্রীফেরদৌসি কামাল। তিনি এক ছেলে ও তিন মেয়ের জনক।

এর আগে ভোর ৩টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃস্বাস ত্যাগ করেন উকিল আবদুস সাত্তারে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

১৯৩৯ সালের ১৬ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে আব্দুল সাত্তার ভূঁইয়া জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আব্দুল হামিদ ভূঁইয়া ও মা রহিমা খাতুন। তিনি ব্রাহ্মণবাড়িয়া আদালতে আইনজীবী পেশায় নিয়োজিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন