হোম অন্যান্যসারাদেশ নৌ ধর্মঘাটে মোংলা বন্দরের পণ্য খালাস-বোঝাই বিঘ্ন

নৌ ধর্মঘাটে মোংলা বন্দরের পণ্য খালাস-বোঝাই বিঘ্ন

কর্তৃক Editor
০ মন্তব্য 82 ভিউজ

মোংলা প্রতিনিধি :

অনির্দিষ্টকালের নৌ ধর্মঘটের কারণে মোংলা বন্দরে পণ্য খালাস ও বোঝাই কাজ ব্যাহত হচ্ছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বন্দরে অবস্থানরত কয়লা, সার, পাথর ও ক্লিংকারসহ মোট ১৪ টি জাহাজে এই সমস্যা হচ্ছে।

জাহাজের গায়ে যে কটি লাইটারেজ জাহাজ অবস্থানে ছিল সেগুলোতে পণ্য বোঝাই করা হলেও নৌ ধর্মঘটের কারণে তা স্থান ত্যাগ করতে পারছেনা। আবার কোনও লাইটারেজ জাহাজ নতুন করে ওই ১৪ টি দেশি-বিদেশি বানিজ্যিক জাহাজের পণ্য খালাসে কাছে যেতে পারছেনা। যে কারণে একটু বিঘ হচ্ছে বলেও জানান বন্দরেরচেয়ারম্যান।

এদিকে মোংলাস্থ নৌযান শ্রমিক নেতা আনোয়ার হোসেন চৌধুরী ও মোঃ মাইনুল হোসেন মিন্টু বলেন, মধ্যরাত থেকে সারাদেশের মত মোংলায়ও ধর্মঘট চলছে। বেতন-ভাতা বৃদ্ধিসহ ১১ দফা দাবি বাস্তবায়ন না হলে এই ধর্মঘট অব্যাহত থাকবে বলেও জানান তারা। মোংলায় অনির্দিষ্টকালের নৌ ধর্মঘট শুরু হয়েছে। মঙ্গলবার মধ্যরাত থেকে এ ধর্মঘট শুরু করে বাংলাদেশ লাইটারে শ্রমিক ইউনিয়ন। ধর্মঘটে শত শত লাইটারেজ জাহাজ মোংলা ও পশুর নদীর বিভিন্ন স্থানে অলস অবস্থান করছে। এছাড়া বন্ধ রয়েছে অভ্যন্তরীন নৌ চলাচলও।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন