হোম রাজনীতি নৌকা পেয়েও শাহজাহান ওমর স্বতন্ত্র প্রার্থী!

রাজনীতি ডেস্ক:

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমর আওয়ামী লীগে যোগ দিয়ে নৌকা নিয়ে আলোচনায় আসেন। সংবাদ সম্মেলন করে তিনি ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসন থেকে নির্বাচন করার ঘোষণা দেন। এরপরেই তার চিত্র পাল্টাতে থাকে। অনলাইনেই তার মনোনয়ন ফরম জমা হয়ে যায়। ঘণ্টার ব্যবধানে পেয়ে যান নৌকা প্রতীক। আওয়ামী লীগের ঘোষিত মনোনীত নৌকা প্রার্থী হিসেবে বর্তমান সংসদ সদস্য বজলুল হক হারুন হয়ে যান ‘থ’।

এদিকে, মনোনয়নপত্র যাচাই-বাছাই ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগর ঘোষিত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য বজলুল হক হারুনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ওই আসন থেকে ব্যারিস্টার মেজর (অব.) শাহজাহান ওমরের (বীর উত্তম) মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের সভাকক্ষে এ ঘোষণা দেয় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম।

এতকিছুর পরও শাহ জাহান ওমর স্বতন্ত্র প্রার্থী। নির্বাচন কমিশনের (ইসি) প্রার্থী তালিকায় এ তথ্য পাওয়া যায়।

এর আগে ২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে সহিংসতার পর পুলিশ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান শুরু করে। এর ধারাবাহিকতায় ৪ নভেম্বর রাতে শাহজাহান ওমরকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ঢাকার নিউমার্কেট থানার বাসে আগুন দেওয়ার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হয়। ওই মামলায় তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয় বিএনপির এই জ্যেষ্ঠ নেতাকে।

২৫ দিন কারাবন্দির পর বুধবার জামিন পান শাহজাহান ওমর। একই দিন সন্ধ্যার পর কেরানীগঞ্জে ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। পরদিন সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগে যোগ দেওয়ার কথা জানান তিনি। নৌকার প্রার্থী হিসেবে অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন তিনি। এরপর তাকে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়ে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

উল্লেখ্য, ২০০৩ সালে জোট সরকারের আইন প্রতিমন্ত্রী থাকাকালে শাহজাহান ওমর নিজের কিছু জমি ও সড়কের পাশে রাস্তা ও মহাসড়কের কিছু জমির ওপর বিশাল আকৃতির দোতলা ভবন তৈরি করে বিএনপি অফিস নির্মাণ করেন। ২০০৭ সালে জরুরি অবস্থা চলাকালে সেনাবাহিনী সরকারি জমির ওপর তৈরি করা অংশ ভেঙে ফেলতে চাইলেও কোনো শ্রমিক ওমরের ভবন ভাঙার কাজে রাজি হয়নি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন