হোম রাজনীতি নৌকায় লাঙ্গল উঠেছে, সেদিকে একটু খেয়াল রাখবেন: শেখ হাসিনা

নৌকায় লাঙ্গল উঠেছে, সেদিকে একটু খেয়াল রাখবেন: শেখ হাসিনা

কর্তৃক Editor
০ মন্তব্য 148 ভিউজ

রাজনীতি ডেস্ক:

সাত তারিখের নির্বাচন বিএনপি ঠেকাতে পারবে না উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, সর্বস্তরের মানুষ ভোট দিয়ে প্রমাণ করবেন দেশে গণতন্ত্র বিদ্যমান রয়েছে। শেখ হাসিনা বলেন, নৌকা মার্কাই সমৃদ্ধি দেবে। অবশ্য এবার নৌকায় লাঙ্গলও উঠে পড়েছে। সেদিকেও একটু খেয়াল রাখতে হবে সবাইকে। সতর্ক থাকতে হবে; যাতে বিএনপি মানুষের সম্পদ ধ্বংস করতে না পারে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নারায়ণগঞ্জ শহরের ইসদাইর এলাকায় শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের আগে শেষ নির্বাচনী জনসভা এটি তার।

প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচন যাতে না হয়, সেই চক্রান্ত এখনও চলছে। নিজেরা জিততে পারবে না বলেই বিএনপি সাধারণ মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে চায়। কিন্তু বাংলাদেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাসী। আমি আশা করবো, সাত তারিখে সবাই ভোটকেন্দ্রে যাবেন, নির্বাচন শান্তিপূর্ণ রাখবেন। ভোট দিয়ে প্রমাণ করবেন দেশে গণতন্ত্র বিদ্যমান।’

বাংলাদেশ আর পেছাবে না জানিয়ে তিনি বলেন, ‘আমাদের নিয়ে যত ষড়যন্ত্রই হোক, জনগণই আওয়ামী লীগের শক্তি। কারো দয়ায় বাংলাদেশ চলে না।’

বিএনপির কোন মনুষ্যত্ব নেই মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ‘বিএনপি নির্বাচনে আসেনি, সেটা তাদের বিষয়। ওদের কোনো মনুষ্যত্ব নেই। তারা মানুষের ভোটাধিকার প্রয়োগে বাধা দিতে চেষ্টা করবে। মানুষের সম্পদ নষ্ট করতে চেষ্টা করবে। কিন্তু খেয়াল রাখবেন সবাই, এসব যাতে কেউ করতে না পারে।’

এসময় জাতীয় পার্টির দিকে সতর্ক থাকতে পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগ ছাড়া এই দেশের উন্নয়ন কেউ করতে পারবে না। নৌকা মার্কাই সমৃদ্ধি দেবে, আমাদের সব প্রার্থীকে বিজয়ী করতে হবে। অবশ্য এবার নৌকায় লাঙ্গলও উঠে পড়েছে। সেদিকেও একটু খেয়াল রাখবেন।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন