জাতীয় ডেস্ক:
বরগুনা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের পথসভায় বক্তব্য দেয়া নাশকতা চেষ্টা মামলার আসামি মতিউর রহমান রাজাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের বাওলকর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আলম।
মতিউর রহমান রাজা বদরখালী ইউনিয়নের বিএনপি সমর্থিত চেয়ারম্যান। তিনি জেলা বিএনপির (হালিম-নজরুল কমিটির) কমিটির সদস্য ছিলেন। এছাড়াও বরগুনা জেলা শ্রমিক দলের সভাপতি প্রার্থীও ছিলেন তিনি।
চলতি বছরের নভেম্বর মাসে পুলিশ বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য ব্যবহার করে নাশকতা চেষ্টার অভিযোগে বরগুনা জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে সদর থানায় একটি মামলা করেন। যার নম্বর জিআর ৩৫৪/২৩। ওই মামলায় মতিউর রহমান রাজাকেও আসামী করা হয়েছে। এ মামলার পলাতক আসামি ছিলেন তিনি।
রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের গৌরিচন্না মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বরগুনা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের জনসভায় বক্তব্য রাখেন মতিউর রহমান রাজা। এসময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনের বর্তমান সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে নৌকা প্রতিকে ভোট দিতে ভোটারদের আহবান জানান তিনি। বক্তব্যে, বদরখালী ইউনিয়ন থেকে সর্বোচ্চ ভোট নৌকায় দেয়া হবে, নয়তো চেয়ারম্যান পদ থেকে তিনি অব্যাহতি নেবেন; এমন অঙ্গীকারও করেন।
এরপর থেকে আলোচনায় আসেন ইউপি চেয়ারম্যান মতিউর রহমান রাজা। এ ঘটনায় সংবাদ প্রকাশ হয় সময় সংবাদের। এরপর তৎপর হয় পুলিশ।
এ বিষয়ে বরগুনা বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আলম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামি মতিউর রহমান রাজাকে গ্রেফতার করা হয়। আজ তাকে আদালতে হাজির করা হবে।’