জাতীয় ডেস্ক :
গাইবান্ধার ফুলছড়িতে বহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে নৌকার ইঞ্জিনের সঙ্গে গলায় থাকা গামছা জড়িয়ে জেলাল মিয়া (৩৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে।
রোববার (২ অক্টোবর) ভোরে ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের জোগারপাড়া এলাকায় বহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে।
নিহত জেলাল মিয়া ওই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন জেলে।
স্থানীয়রা জানান, জেলাল মিয়া ভোরে বহ্মপুত্র নদে মাছ শিকারে যান। একপর্যায়ে নৌকার ইঞ্জিনের সঙ্গে গলায় থাকা গামছা জড়িয়ে ফাঁস লেগে তার মৃত্যু হয়। স্থানীয়রা তাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী সময় সংবাদকে জানান, বহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে জেলাল নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ বিষয়ে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।