হোম জাতীয় নোয়াখালীতে ইটভাটা আইন সংশোধনের দাবিতে মানববন্ধন

জাতীয় ডেস্ক :

নোয়াখালীতে ইটভাটা আইন সংশোধনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি নোয়াখালী জেলা শাখা। এ সময় কয়লা সংকটের সমাধান চেয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিও প্রদান করেছেন আন্দোলনকারীরা।

রোববার (২৭ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি নোয়াখালী শাখার সভাপতি মো. ইসমাইল, সাধারণ সম্পাদক কে এম আফতাব উদ্দিন, কোষাধ্যক্ষ মো. ইকরাম উল্লাহসহ (ডিপটি) বিভিন্ন ইটভাটার মালিক। এ ছাড়া কর্মসূচিতে অর্ধশত মালিক-কর্মচারী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ইট প্রস্তুতকারী মালিক সমিতির প্রস্তাব উপেক্ষা করে আবারও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ জারি করা হয়। ফলে ইটভাটার মালিকরা পরিবেশবান্ধব জিগজ্যাগ পদ্ধতিতে ভাটা স্থাপন শুরু করেন। বিশেষ স্থাপনা, রেলপথ, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও ক্লিনিক, গবেষণা প্রতিষ্ঠান বা অনুরূপ কোনো স্থান ও গ্রামীণ সড়ক থেকে এক কিলোমিটার দূরে ইটভাটা স্থাপন করতে হবে–এ ধারার কারণে জিগজ্যাগ ভাটার ছাড়পত্র দেয়া হচ্ছে না বলে জানান তারা।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন