হোম জাতীয় নোয়াখালীতে আ.লীগের দুপক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, আহত ৫

জাতীয় ডেস্ক :

নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির বর্ধিত সভাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে পথচারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আতঙ্কে দোকানপাট বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে মাইজদী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে প্রধান সড়কে সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ও যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন শাহিনের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলা আওয়ামী লীগের সম্মেলনসহ নানা বিষয় কেন্দ্র করে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বর্ধিত সভা চলছিল। সভা শুরুর কিছুক্ষণ পর জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর সমর্থকরা অবস্থান করেন। একপর্যায়ে টাউন হল মোড়ের দিক থেকে জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন শাহিনের সমর্থকরা একটি মিছিল নিয়ে কার্যালয়ের সামনে এলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে পথচারীসহ উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।

এদিকে জেলা আওয়ামী লীগের আহ্বায়ক খায়রুল আনাম সেলিমের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। বিশেষ অতিথি ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য ও নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন শাহিন, সহিদ উল্যাহ খান সোহেল, সংসদ সদস্যসহ জেলার নেতাকর্মীরা।

এ বিষয়ে জানতে শিহাব উদ্দিন শাহিন ও সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে ফোনে পাওয়া যায়নি।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, দুপক্ষের মধ্যে একটু ঝামেলা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিশৃঙ্খলা এড়াতে পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন