হোম আন্তর্জাতিক নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনীত করবে জাপান

নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনীত করবে জাপান

কর্তৃক Editor
০ মন্তব্য 54 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
এশিয়া সফরের অংশ হিসেবে টোকিও গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শহরটিতে পা রাখতে না রাখতেই ট্রাম্পকে প্রশংসার সাগরে ভাসিয়েছেন দেশটির সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। আগামী বছর শান্তিতে নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনয়ন দেওয়ার কথা ঘোষণা করেছেন জাপানের প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (২৮ অক্টোবর) হোয়াইট হাউসের বরাত দিয়ে টোকিও থেকে বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানায়।

হোয়াইট হাউসের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, জাপানের প্রধানমন্ত্রী আগামী বছর শান্তিতে নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনয়ন দেওয়ার কথা ঘোষণা করেছেন।

ট্রাম্পের সফর আন্তর্জাতিক ময়দানে তাকাইচির প্রথম পরীক্ষা। জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তার দিকে গোটা বিশ্বের নজর। এই পরিস্থিতিতে সব ধরনের প্রশংসা, স্তুতি ও আপ্যায়নে ট্রাম্পকে মুগ্ধ করার চেষ্টা চালিয়েছেন তাকাইচি।

তাকাইচি দাবি করেন, এই চুক্তি সইয়ের মাধ্যমে টোকিও-ওয়াশিংটন সম্পর্কের ‘সোনালি যুগের’ সূচনা হয়েছে।

ট্রাম্প বলেন, জাপানের ‘সবচেয়ে শক্তিশালী পর্যায়ের’ মিত্রদের মধ্যে ওয়াশিংটন অন্যতম।

রক্ষণশীল নেতা তাকাইচির সঙ্গে এবারই ট্রাম্পের প্রথম সাক্ষাৎ।

আকাসাকা প্রাসাদের গেস্টহাউসে তাকাইচিকে ট্রাম্প বলেন, ‘(প্রধানমন্ত্রী হিসেবে) আপনার মেয়াদের একদম শুরুতে আপনার সান্নিধ্যে এসে সম্মানিত বোধ করছি।’

ট্রাম্প জানান, তাকাইচি জাপানের ইতিহাসে সবচেয়ে সেরা প্রধানমন্ত্রীদের একজন হবেন।

উল্লেখ্য, জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকে ট্রাম্প নোবেলের প্রতি ক্রমশ মনোযোগী হয়ে উঠেছেন এবং বিশ্বজুড়ে বেশ ক’টি সংঘাতের অবসান ঘটানোর দাবি করেছেন, তবে বিশেষজ্ঞরা এই ভূমিকাকে গুরুত্ব দিচ্ছেন না।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন