আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের নোবেলজয়ী খ্যাতনামা অর্থনীতিবিদ অমর্ত্য সেন মারা যাননি। তার মৃত্যু নিয়ে গুজব ছড়ানো হয়েছে।
মঙ্গলবার (১০ অক্টোবর) মার্কিন অধ্যাপক ক্লডিয়া গোল্ডিনের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ বাঙালি নোবেলজয়ী অর্থনীতিবিদের মৃত্যুর খবর প্রকাশ করা হয়।
যদিও অর্মত্য সেনের পরিবারের তরফে খবরটি গুজব বলে উড়িয়ে দেয়া হয়েছে। নোবেলজয়ীর মেয়ে নন্দনা দেব সেন সাফ জানিয়েছেন, সুস্থই রয়েছেন অর্মত্য সেন। মৃত্যু নিয়ে সম্পূর্ণ ভুয়া খবর ছড়ানো হয়েছে।
মঙ্গলবার (১০ অক্টোবর) নোবেলজয়ী মার্কিন অর্থনীতিবিদ ক্লদিয়া গোল্ডিনের এক পোস্টের সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এক টুইটার পোস্টে জানায়, ‘নোবেলজয়ী ক্লদিয়া গোল্ডিন এক টুইটার পোস্টে বলেছেন, কয়েক মিনিট আগে অমর্ত্য সেন মারা গেছেন।’
তবে পরে জানা যায়, ক্লদিয়া গোল্ডিনের ওই টুইটার অ্যাকাউন্ট ভুয়া ছিল। মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর পিটিআই জানায়, অমর্ত্য সেনের মেয়ে নন্দনা দেব সেন জানিয়েছেন, তার বাবা অমর্ত্য সেন মারা যাননি। তিনি সুস্থ ও জীবিত আছেন।
এ ব্যাপারে এক্স তথা টুইটারে এক পোস্টে নন্দনা সেন বলেছেন, ‘বন্ধুরা, আপনাদের উদ্বেগের জন্য ধন্যবাদ। তবে এটা ভুয়া খবর। বাবা পুপোপুরি সুস্থ আছেন।’