রিপন হোসেন সাজু, মণিরামপুর (যশোর) :
মণিরামপুর উপজেলার নেহালপুর বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে লাইসেন্স ও মূল্য তালিকা না থাকায় দুই সার ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালত জরিমানা আদায় করেছেন। একই বাজারে স্বাস্থ্যবিধি না মানায় অপর একজনকে জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ জাকির হোসেন উপজেলার নেহালপুর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, লাইসেন্স ও মূল্য তালিকা না থাকায় সার ব্যবসায়ী কাজিয়াড়া গ্রামের মৃত. কাদের সরদারের ছেলে সাহাজ উদ্দীনকে ২’শ টাকা এবং একই বাজারের সার ব্যবসায়ী কওছার আলীর ছেলে আতাউর রহমান রনিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মুখে মাস্ক না থাকায় আহাদ আলীর ছেলে মাহমুদ হোসেনকে ২’শ টাকা জরিমানা করেন এ ভ্রাম্যমান আদালত।