রিপন হোসেন সাজু, মণিরামপুর (যশোর) :
মণিরামপুরের নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জের নেতৃত্বে শুক্রবার রাতে অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ আসাদ মোল্লা (৩০) নামে এক যুবককে আটক করেছে। আটক আসাদ উপজেলার কাজিয়াড়া গ্রামের ইমান মোল্লার ছেলে।
নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ আতিকুজ্জামান জানান, শুক্রবার রাত ৯টার দিকে গোঁপন সংবাদের ভিত্তিতে আসাদ নামে এক যুবকের বাড়িতে গাঁজা বিক্রি করছে। তার এমন তথ্য পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ আসাদকে আটক করা হয়। এ বিষয়ে শনিবার আটক আসাদদের নামে মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট