হোম আন্তর্জাতিক নেপাল যখন জ্বলছিল, রাত জেগে নজর রাখছিলেন মমতা

নেপাল যখন জ্বলছিল, রাত জেগে নজর রাখছিলেন মমতা

কর্তৃক Editor
০ মন্তব্য 49 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
সরকারবিরোধী বিক্ষোভে এখনো উত্তাল হিমালয়ের দেশ নেপাল। পদত্যাগ করে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী কে পি শর্মা। প্রায় ১৯ জন নিহত এবং শত শত আহত হওয়ার পর বিশৃঙ্খলার আগুন যেন নেভানোই যাচ্ছে না।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর পদত্যাগের দিনে আগুন দেওয়া হয়েছে দেশটির পার্লামেন্ট ভবন, মন্ত্রীদের বাসভবন এবং অনেক সরকারি স্থাপনায়। জনরোষ থেকে রেহাই পায়নি মন্ত্রী ও রাজনীতিবিদদের বাসভবন ও পার্টি অফিস। এমন পরিস্থিতিতে প্রতিবেশী ভারত থেকে রাত জেগে নেপালের পরিস্থিতি কঠোরভাবে পর্যবেক্ষণ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আনন্দবাজের প্রতিবেদন অনুসারে, মঙ্গলবার মধ্যরাতে উত্তরকন্যা আঞ্চলিক সচিবালয়ের গেস্টরুম ‘কন্যাশ্রী’ থেকে আচমকা বেরিয়ে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে সোজা চলে যান সচিবালয়ের নিজের কক্ষে। মোবাইলে এবং ল্যান্ডলাইনে একের পর এক ফোন পাচ্ছিলেন। বেশিরভাগ কথোপকথন ছিল নেপাল এবং রাজ্যের নিরাপত্তা সংক্রান্ত। তিন দিনের জন্য উত্তরবঙ্গ সফরে গিয়ে প্রায় সারা রাত তিনি জেগে থাকেন।

সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, গত রাতে অনেকের সঙ্গে নেপাল পরিস্থিতি নিয়ে কথা বলেন মমতা। উত্তরবঙ্গ রেঞ্জের পুলিশের উচ্চপদস্থ কর্তা থেকে শিলিগুড়ির পুলিশ কমিশনারেটের কর্মকর্তাদের ডেকে এসব বিষয়ে আলোচনা করেছেন।

প্রতিবেদন অনুসারে, নেপাল পরিস্থিতি নিয়ে দিল্লি থেকে রাজ্যের কাছে নির্দিষ্ট কোনো বার্তা এসেছে বলে জানা যাচ্ছে। মূলত সেই কারণে উত্তরবঙ্গের আঞ্চলিক সচিবালয় উত্তরকন্যায় নিজের চেম্বার থেকে রাত ১২টা নাগাদ চলে যান মুখ্যমন্ত্রী।

প্রশাসন সূত্রের বরাতে আনন্দবাজ জানিয়েছে, বাংলার ‘চিকেন নেক’ নিয়ে চিন্তিত মুখ্যমন্ত্রী। তা ছাড়া দার্জিলিং জেলার বিস্তীর্ণ অংশজুড়ে ভারত-নেপাল সীমান্ত রয়েছে। সেজন্য নিরাপত্তাকর্মীদের বাড়তি নজর দিতে বলেছেন মমতা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন