খেলাধূলা ডেস্ক:
পরিবারের এক সদস্যকে ছুরিকাঘাতের অভিযোগে ১৮ মাসের জেল খাটতে হবে নেদারল্যান্ডসের ফুটবলার কুইন্সি প্রমেসকে। ২০২০ সালে পরিবারের এক নিকটাত্মীয়কে ছুরি দিয়ে আঘাত করে আহত করেছিলেন প্রমেস।
পারিবারিক এক অনুষ্ঠানে পরিবারের এক নিকটাত্মীয়কে ছুরিকাঘাত করেছিলেন ৩১ বছর বয়সী ফুটবলার প্রমেস। এরপর আদালতে জানানো হয়েছিল, অভিযোগ প্রমাণিত হলে চার বছরের কারাদণ্ড হতে পারে প্রমেসের।
এদিকে টানা দু-বছরের তদন্তের পর প্রমেসের বিরুদ্ধে ছুরিকাঘাতের অভিযোগের সত্যতা পেয়েছে আদালত। সোমবার (১৯ জুন) নেদারল্যান্ডসের আদালত প্রমেসকে ১৮ মাসের কারাদণ্ড দিয়েছেন। পাশাপাশি তাকে আর্থিক জরিমানাও করা হয়েছে।
রায় ঘোষণার সময় প্রমেস আদালতে ছিলেন না। তিনি এখন আছেন রাশিয়ায়। সেখানে রাশান ক্লাব স্পার্টাক মস্কোর হয়ে খেলছেন তিনি। সেভিয়া ও আয়াক্সের হয়েও খেলেছেন প্রমেস।