হোম জাতীয় নেত্রকোনা মগড়া নদীর শহর রক্ষা বাঁধে ধস

জাতীয় ডেস্ক :

নেত্রকোনা শহরের মগড়া নদীর পাড়ে পানি উন্নয়ন বোর্ডের শহর রক্ষা বাঁধ ধসে পুরো সড়ক চলে যাচ্ছে মহড়া নদীর গর্ভে। ঝুঁকিতে পড়েছে পৌরসভার সড়কসহ সাতপাইবাসী এবং এ সড়কে চলাচলকারী যানবাহন।

জানা গেছে, গত কয়েকদিন ধরে অল্প অল্প করে ভেঙে পড়ায় পৌরসভার দায়িত্বে বাঁশ এবং বালুর বস্তা দিয়ে মেরামত করে রাখা হয়। কিন্তু বুধবার রাত থেকে প্রায় ১০০ মিটার ব্লক ধসে নদীতে চলে গেছে। এতে করে সড়কের পাশের তৈরি করা ফুটপাতের পিলারও ভেঙে পড়েছে।

গত ১৯৭৮ সালে পানি উন্নয়ন বোর্ডের তৈরি করা শহর রক্ষা বাঁধের পরবর্তীতে আর কোনো রক্ষণাবেক্ষণ করেনি। যে কারণে ব্লকগুলো এখন মাটিতে পরিণত হয়ে ধসে গেছে।

স্থানীয়রা বলছেন, গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে বহু মানুষ বারহাট্টা মোহনগঞ্জ ও কলমাকান্দাসহ বিভিন্ন এলাকায় চলাচল করেন। এছাড়াও পৌর শহরের ১ ও ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের এটাই একমাত্র পথ। দ্রুত বাঁধের মেরামত করে সড়কটি অক্ষত রাখার দাবি জানান তারা। পাশাপশি ভারী কোনো যান চলাচল আপাতত বন্ধ রাখার অনুরোধ করেন। তা না হলে পুরো সড়ক ধসে নদীতে চলে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে পৌর সভার প্যানেল মেয়র এস এম মহসীন আলম জানান, তারা খবর পেয়ে রাতেই মেয়রসহ পরিদর্শন করে পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করেছেন।

তিনি বলেন, ফুটপাতে পৌর সবার করা সুন্দর সড়কের একটি স্লাপ ভেঙে পড়তে পারে যে কোনো সময়। কারণ একটি গার্ডার অলরেডি ভেঙে নদীতে পড়ে গেছে। এটি ১৯৭৮ সালে করার পর আর কোনো মেরামত করা হয়নি। খবরই রাখেনি পানি উন্নয়ন বোর্ড। যে কারণে বন্যাসহ বৃষ্টিতে নষ্ট হতে হতে এই অবস্থার সৃষ্টি হয়েছে।

এদিকে স্থানীয়রা বলছেন, সড়কের নিচ দিয়ে কিছু দিন পরপর পানি, গ্যাস, টেলিফোন লাইনসহ বিভিন্ন কারণে খোঁড়াখুঁড়ি করার ফলে এমন ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সারোয়ার জাহান জানান, ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করা হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বাজেট পাঠানো হয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন