হোম অন্যান্যলিড নিউজ নেত্রকোণার মদন পর্যটন কেন্দ্রে নৌকা ডুবির ঘটনায় ১৭জনের লাশ উদ্ধার, নিখোঁজ-৪

নেত্রকোণার মদন পর্যটন কেন্দ্রে নৌকা ডুবির ঘটনায় ১৭জনের লাশ উদ্ধার, নিখোঁজ-৪

কর্তৃক
০ মন্তব্য 114 ভিউজ

অনলাইন ডেস্ক:

নেত্রকোণার মদন উপজেলায় পর্যটন কেন্দ্র মিনি কক্সবাজার নামে খ্যাত উচিতপুরের হাওরে ঘুরতে এসে নৌকা ডুবিতে সতেরো জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে আরো চার জন। বুধবার দুপুরে মিনিটে মদনের উচিতপুরের সামনের হাওর গোবিন্দশ্রী রাজালীকান্দা নামক স্থানে এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া লুবনা আক্তার (১০) ও জুলফা আক্তার (৭) ২ সহোদর বোন সহ পনেরো জন। তারা ময়মনসিংহের চরশিতা ইউনিয়নের ওয়ারেছ উদ্দিনের মেয়ে। বাকীদের পরিচয় সংবাদ লিখা পর্যন্ত পাওয়া যায় নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে ময়মনসিংহ সদর থানার ৫নং চরশিরতা ইউনিয়ন ও আটপাড়া তেলিগাতী থেকে ৪৮ জন ঘুরতে মিনি কক্সবাজার উচিতপুরে আসে। পরে ঘুরতে গেলে হাওরের উত্তাল ঢেউয়ে গোবিন্দশ্রী রাজালীকান্দা নামক স্থানে নৌকাটি ডুবে যায়। এতে সতেরো জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে আরো চার জন।

ওসি মোঃ রমিজুল হক জানান, মদন হাওরে নৌকা ডুবিতে ১৭ টি লাশ উদ্ধার করা হয়েছে। চার জন নিখোঁজ রয়েছে। উদ্ধার কাজ চলছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন