হোম ফিচার নেতাকর্মীদের পাইকারিহারে গ্রেফতার করা হচ্ছে: ফখরুল

রাজনীতি ডেস্ক :

বিএনপির বিক্ষোভ কর্মসূচি চলাকালে দেশের বিভিন্ন জেলায় নেতাকর্মীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীসহ সরকার দলীয় লোকদের বর্বরোচিত হামলা ও গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

একই সঙ্গে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।

বুধবার (২৪ আগস্ট) বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, সরকারের এখন টিকে থাকার একমাত্র উপায় হলো বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা ও পাইকারিহারে গ্রেফতার। বর্তমান শাসকগোষ্ঠী নির্যাতন-নিপীড়নের মাধ্যমে দেশবাসীসহ বিএনপি ও বিরোধী দলীয় নেতাকর্মীদের আতঙ্কিত ও ভীত-সন্ত্রস্ত করে ভয়ঙ্কর দুঃশাসন কায়েম রেখেছে।

তিনি আরও বলেন, দেশকে এখন পুরোপুরি বৃহত্তর কারাগার বানানো হয়েছে। বিএনপি নেতাকর্মীদের ওপর সরকারদলীয় ক্যাডার ও আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে হামলা, গ্রেফতার ও নির্যাতন নিপীড়ন চালানোর উদ্দেশ্যই হচ্ছে বিএনপিকে ধ্বংস করে প্রতিবাদী আওয়াজকে নিস্তব্ধ করা, যাতে অপশাসন দীর্ঘায়িত হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন