হোম খেলাধুলা নেইমারের অনুপস্থিতিতে ১০ নম্বর জার্সিতে পেলেকে স্মরণ!

খেলাধূলা ডেস্ক:

গিনির বিপক্ষে ব্রাজিলের হয়ে ১০ নম্বর জার্সি পরে খেলতে নেমেছিলেন ভিনিসিউস জুনিয়র। বিষয়টি নিয়ে ফুটবল মহলে চলছে আলোচনা। সাধারণত ব্রাজিলের হয়ে ১০ নম্বর জার্সি পরে থাকেন নেইমার জুনিয়র। কিন্তু চোটের কারণে নেইমার গিনির বিপক্ষে খেলতে পারেননি।

শনিবার (১৭ জুন) দিবাগত রাত দেড়টায় স্পেনের বার্সেলোনায় প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও গিনি। ম্যাচটিতে ৪-১ গোলে জয় পেয়েছে ব্রাজিল। বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আফ্রিকার দুটি দেশের বিপক্ষে খেলার ঘোষণা দিয়েছিল সেলেসাওরা। যার একটি ছিল গিনির বিপক্ষে।

এ দিকে ভিনির ১০ নম্বর জার্সি পরার বিষয়ে ফুটবল বিষয়ক পেজ ইনভিক্টসে বলা হয়েছে, ইতিহাসে এই প্রথম কালো জার্সিতে খেলতে নেমেছে ব্রাজিল। যেটি দিয়ে বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়েছে। সেখানে পেলের ঐতিহাসিক ১০ নম্বর জার্সি পরেছিলেন ভিনি। এটি মূলত পেলেকে স্মরণ করে বর্ণবাদের বিপক্ষে প্রতিবাদ জানিয়েই করা হয়েছে।

জাতীয় দলে সাধারণত ২০ নম্বর কিংবা ১৮ নম্বরের জার্সি পরেন ভিনিসিউস। তবে গিনির বিপক্ষে ব্যতিক্রমী ম্যাচটিতে ১০ নম্বর জার্সি পরেছিলেন তিনি। নেইমার দলে থাকলে হয়তো ভিনি তার নিজের নম্বর বিশিষ্ট জার্সিই পরতেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন