জাতীয় ডেস্ক :
নীলফামারীর ডিমলায় আনোয়রুল ইসলাম চৌধুরী (৪৫) নামে ডাচ বাংলা ব্যাংকের এক এজেন্টকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (৯ অক্টোবর) সকালে উপজেলার ডিমলা সদর ইউনিয়নের কাউশা মোড় সংলগ্ন নিজ বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, শনিবার (৮ অক্টোবর) দিবাগত রাতের কোনো এক সময়ে তাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত আনোয়ারুল পার্শ্ববর্তী জলঢাকা উপজেলার খারিজা গোলনা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। তিনি দীর্ঘ ১৮ বছর থেকে কাউশা মোড়ে বসবাস করে আসছিলেন।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লাইছুর রহমান জানান, আনোয়ারুলের স্ত্রী সুখি বেগম (৩০), ছেলে সজিব (১০) ও মেয়ে আঁখি মনি (৭) গ্রামের বাড়িতে বেড়াতে যাওয়ায় তিনি একাই বাসায় ছিলেন। সোমবার সকালে মোটরসাইকেল মেকার পল্লব ওই বাসা সংলগ্ন দোকান খুলে ভেতরে গেলে আনোয়রুলের ঘরের দরজা খোলা এবং উঠানে রক্ত দেখতে পান। এসময় তিনি রুমে ভেতরে তাকিয়ে গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী ও পুলিশকে খবর দেন।
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া ঘটনাটি তদন্তে সিআইডি ও পিবিআই টিম কাজ করছে।
