জাতীয় ডেস্ক :
নীলফামারীর জলঢাকায় মোসলেমা বেগম (৩৫) নামে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে।
শনিবার (১৫ অক্টোবর) সকালে সদর উপজেলার কাঁঠালি ইউনিয়নের উত্তর দেশিবাই মাঝাপাড়া গ্রাম থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী ফরহাদ হোসেন (৪০) ও শ্বশুর নাছির উদ্দিনকে (৬০) আটক করা হয়েছে।
নিহত মোসলেমা উপজেলা শহরের বগুলাগাড়ি এলাকার মোফাজ্জল হোসেনের মেয়ে এবং কাঁঠালি ইউনিয়নের উত্তর দেশিবাঁই মাঝাপাড়া এলাকার ফরহাস হোসেনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের জের ধরে শুক্রবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে মোসলেমাকে পিটিয়ে হত্যা করে স্বামী ও শ্বশুর। খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার এবং তার স্বামী ও শ্বশুরকে আটক করে পুলিশ।
জলঢাকা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী ও শ্বশুরকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।