হোম অন্যান্যসারাদেশ  নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) কর্তৃক দুঃস্থ অসহায় পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ

 নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) কর্তৃক দুঃস্থ অসহায় পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ

কর্তৃক
০ মন্তব্য 242 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত সুন্দরবনের কোল ঘেষে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা বিস্তৃত। বর্তমানে করোনা পরিস্থিতির আলোকে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) কর্তৃক ১০০০ (এক হাজার) কর্মহীন গরীব, দুঃস্থ, অসহায় ও হতদরিদ্র পরিবারের মধ্যে ত্রাণ বিতরণের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে গত ১২ মে ২০২০ তারিখ ব্যাটালিয়ন সদরের নিকটবর্তী বসবাসরত ১০০ (একশত)টি, উত্তর কৈখালী, পরানপুর, নিদয়া, মুন্সিগঞ্জ বিশেষ ক্যাম্প, দুরমুজখালী, কুলতলী, সাতহালিয়া, খুরমী, বাঁশঝাড়িয়া, কৈখালী বিওপি এলাকায় ৪০৫ (চারশত পাঁচ)টি সহ সর্বমোট ৫০৫ (পাঁচশত পাঁচ)টি গরীব, দুঃস্থ, অসহায় ও হতদরিদ্র পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। আজ ১৩ মে ২০২০ তারিখ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় উকসা বিওপি-৬৫ (পঁয়ষট্টি)টি, বসন্তপুর বিওপি-৬০ (ষাট)টি, কালিগঞ্জ বিওপি-৫০ (পঞ্চাশ)টি, খানজিয়া বিওপি-৫৫ (পঞ্চান্ন)টি, সোলপুর বিওপি-৫০ (পঞ্চাশ)টি, দেবহাটা বিওপি-৫০ (পঞ্চাশ)টি, টাউনশ্রীপুর বিওপি-৫৫ (পঞ্চান্ন)টি, ভাতশালা বিওপি-৬০ (ষাট)টি এবং শাখরা বিওপি-৫০ (পঞ্চাশ)টি মোট ৪৯৫ (চারশত পঁচানব্বই)টি সহ সর্বমোট ১,০০০ (এক হাজার) গরীব, দুঃস্থ, অসহায় ও হতদরিদ্র পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

আজ ১৩ মে ২০২০ তারিখ অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মোস্তফা আসাদ ইকবাল, পদাতিক, সোলপুর এবং কালিগঞ্জ সীমান্ত এলাকায় গরীব, দুঃস্থ, অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন। মেজর মুহাম্মদ আনোয়ার হোসেন, এএমসি টাউনশ্রীপুর, ভাতশালা এবং শাখরা বিওপি এলাকায় উপস্থিত ছিলেন । অন্যান্য বিওপি এলাকায় জুনিয়র কর্মকর্তা, অন্যান্য পদবীর সদস্য, স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন