হোম অন্যান্যশিক্ষা নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ৪ পরীক্ষার্থী আটক

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ৪ পরীক্ষার্থী আটক

কর্তৃক Editor
০ মন্তব্য 130 ভিউজ

শিক্ষা ডেস্ক:

মাগুরা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ৪ পরীক্ষার্থী আটক করা হয়েছে।

রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষার ভাইভা চলাকালে ৪ পরীক্ষার্থীর জালিয়াতি প্রমাণ পাওয়ায় তাদের সিভিল সার্জন কার্যালয় আটক করে রাখা হয়, পরে মাগুরা সদর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

আটকরা হচ্ছেন- মাগুরার মহম্মদপুর উপজেলার মো. শরিফুল ইসলাম (২০), মনিরুজ্জামান (২৭), সজিব হোসাইন (২৫) ও সদর উপজেলার মিরাজ হোসেন (২২)।

মাগুরার সিভিল সার্জন ডা. মো. শামীম কবির বলেন, ২৩ ফেব্রুয়ারি শুক্রবার সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারীসহ ছয়টি পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। রোববার স্বাস্থ্য সহকারী পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১২১ জন পরীক্ষার্থীর ভাইভা অনুষ্ঠিত হয়। ভাইভা চলাকালে কয়েকজন পরীক্ষার্থীর আচরণের সন্দেহ হলে তাদের নানাভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তারা স্বীকার করে লিখিত পরীক্ষায় তারা নিজেরা অংশগ্রহণ না করে টাকার বিনিময়ে অন্য ব্যক্তিকে দিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করায় এবং লিখিত পরীক্ষায় তারা কৃতকার্য হয়। আজ ভাইভার পরীক্ষা তারা নিজেরা দিতে এসেছে। এ জালিয়াতি ধরা পড়ে গেলে চারজন পরীক্ষার্থীকে আটক করা হয়।

মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) আজম হোসেন বলেন, মাগুরা সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ৪ জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন