হোম জাতীয় নিয়োগ পরীক্ষায় জালিয়াতি: পুলিশের তিন সদস্যসহ ৪ জনের রিমান্ড

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি: পুলিশের তিন সদস্যসহ ৪ জনের রিমান্ড

কর্তৃক Editor
০ মন্তব্য 134 ভিউজ

জাতীয় ডেস্ক:

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় পাস করানোর কন্ট্রাক্ট নেয়া পুলিশের এক এএসআই ও দুই কনস্টেবলকসহ ৪ জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক ফয়সাল তারিক আসামিদের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আদালত পরিদর্শক আবদুর রফিক এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আসামিদের পাঁচদিন করে রিমান্ডের আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা। তবে শুনানি শেষে আদালতের বিচারক জিজ্ঞাসাবাদের জন্য সবার একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

আসামিরা হলেন- দিনাজপুরের পার্বতীপুর থানার সহকারী এএসআই গোলাম রাব্বানী (৩৩), আরএমপি সদর দফতরের পুলিশ কনস্টেবল আবদুর রহমান (৩২), শাহরিয়ার পারভেজ শিমুল (৩১) এবং দিনাজপুরের পার্বতীপুর থানার পূর্ব দুর্গাপুর গ্রামের বাসিন্দা মেহেদী হাসান (৩৭)।

এর আগে, শুক্রবার (২ ফেব্রুয়ারি) প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই প্রতারক চক্রটি অসৎপন্থা অবলম্বন করে চাকরির পরীক্ষায় পাস করিয়ে দেয়ার চুক্তি করেছিলেন পরীক্ষার্থীদের সঙ্গে।

গোপন তথ্যের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) প্রথমেই আরএমপির দুই পুলিশ সদস্যকে নিজেদের হেফাজতে নেয় গোয়েন্দা শাখা (ডিবি)। পরে শনিবার (৩ ফেব্রুয়ারি) তাদের বিরুদ্ধে মামলা করেন কারিমা খাতুন নামের এক ভুক্তভোগী পরীক্ষার্থী।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন