হোম জাতীয় নিহত পুলিশ সদস্যের পরিচয় মিলেছে

জাতীয় ডেস্ক:

রাজধানীর ফকিরাপুলে সংঘর্ষের ঘটনায় নিহত পুলিশ সদস্যের পরিচয় পাওয়া গেছে। ওই পুলিশ সদস্যের নাম পারভেজ। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুরে।

শনিবার (২৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষা করে সোয়া ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে রাজধানীর ফকিরাপুল মোড়ে সংঘর্ষ চলাকালে ‘ইটের আঘাতে’ গুরুতর আহত হন পুলিশ সদস্য পারভেজ। পরে তাকে উদ্ধার করে ঢামেকে নেওয়া হয়।

নয়াপল্টন, কাকরাইল ও নাইটিঙ্গেল মোড়ে দফায় দফায় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত পুলিশের ৪১ সদস্য আহত হয়। অপর আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এসব তথ্য জানিয়েছেন।

ফারুক হোসেন দাবি করে জানান, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আগুন দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। এ ছাড়া রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের দুটি অ্যাম্বুলেন্স পুড়িয়ে দিয়েছে। এ সময় হাসপাতালের গেটসহ একাধিক স্থাপনায় হামলা করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন