হোম খেলাধুলা নিষিদ্ধ হয়ে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ খেলতে পারছেন না হাসারাঙ্গা

স্পোর্টস ডেস্ক:

আম্পায়ারকে অন্য চাকরি খুঁজতে বলে বিপদে পড়েছেন শ্রীলঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। এ মন্তব্যের জন্য ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে। পাশাপাশি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে তাকে।

হাসারাঙ্গাকে দেওয়া হয়েছে ৩টি ডিমেরিট পয়েন্টও। তাতে সবশেষ ২৪ মাসে তিনি পেয়েছেন ৫ ডিমেরিট পয়েন্ট। তাই হাসারাঙ্গাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। ফলে শ্রীলঙ্কার আগামী সূচিতে বাংলাদেশের বিপক্ষে ২টি টি-টোয়েন্টি খেলতে পারবেন না তিনি।

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতে জিতে আগেই সিরিজ নিশ্চিত করে শ্রীলঙ্কা। তৃতীয় ম্যাচে আফগানদের হোয়াইটওয়াশ করার সুযোগ ছিল লঙ্কানদের সামনে। তবে সিরিজের শেষ ম্যাচে আম্পায়ারের প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তের পর জয় দিয়ে সিরিজ শেষ করেছে আফগানিস্তান।

সিরিজের শেষ ম্যাচ হারার পর ফিল্ড আম্পায়ারকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন হাসারাঙ্গা। তার ভাষ্যমতে, ৫৮ বছর বয়সী আম্পায়ার লিন্ডন এডওয়ার্ড হানিবলের উচিত অন্য চাকরি করা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন