বাগেরহাট প্রতিনিধি:
সংসদ নির্বাচনে নির্বাচিত হলে বাগেরহাট-৩(রামপাল-মোংলা)কে সন্ত্রাস মুক্ত করা হবে। দ্রুত সময়ে মোংলা নদীর উপর নির্মান করা হবে ব্রীজ। বছরের ১২ মাস সুন্দরবনে পর্যটক আগমন নিশ্চিত করা করা হবে। মোংলা ও রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কে ৫০ শর্যা থেকে একশ শর্যায় উন্নিত করা হবে। মোংলা ডক শ্রমিকদের ন্যায্য পাওনা সহ সকল দাবি পুরণ করা হবে। একই সাথে মোংলা-রামপাল এলাকার মানুষের বেকার সমস্যা সমাধানে আরো শিল্প কারখানা নির্মানসহ নানা প্রতিশ্রতি দিয়েছেন,বাগেরহাট-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ইদ্রিস আলী ইজারাদার।
বৃহস্পতিবার (৪ জানুয়ারী) বিকালে মোংলা হ্যালিপোড মাঠে নির্বাচনী জনসভায় এমন প্রতিশ্রুতি দেন এ স্বতন্দ্র প্রার্থী। মোংলা উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে স্বতন্ত্র প্রাথীর ওই জন সভায় বক্তব্য রাখেন, মোংলা উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, শ্রমিকলীগ মোংলা পৌর শাখার সভাপতি-মিলন শিকারী,কৃষক লীগ মোংলা উপজেলা শাখার সভাপতি শাজাহান ছিদ্দিকি ,ছাত্রলীগ মোংলা পৌর শাখার সভাপতি- শাহরুখ বাপ্পি, রিকসা শ্রমিক ইউনিয়নের সভাপতি ইদ্রিসসহ ঈগল প্রতিকের কর্মীরা।
এসময় বক্তারা আগামী ৭ জানুয়ারী ঈগল মার্কায় ভোট দিয়ে ইদ্রিস আলী ইজারাদারকে নির্বাচিত করার আহবান জানান। বিকাল ৪ টার মধ্যে হালিপোড মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এ সময় নেতা কর্মীরা মুহু মুহু শ্লোগান দিয়ে হ্যালিপোট ময়দান ও শহরের অলিগলি সরগরম করে রাখেন।