হোম রাজনীতি নির্বাচন ভণ্ডুল করার গভীর ষড়যন্ত্র চলছে: খালিদ মাহমুদ

রাজনীতি ডেস্ক:

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বিএনপি-জামায়াত দুর্বৃত্তের ভূমিকায় অবতীর্ণ হবে এবং জ্বালাও পোড়াও শুরু করবে। নির্বাচন ভণ্ডুল করার গভীর ষড়যন্ত্র চলছে মন্তব্য করে তিনি জনগণকে তা প্রতিহত করার আহ্বান জানান।

রোববার (১২ নভেম্বর) বিকেলে দিনাজপুরের বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে যুব ও তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘যতই ষড়যন্ত্র করুক কোনো লাভ নেই’ জানিয়ে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, সঠিক সময়ে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। সব ষড়যন্ত্র মোকাবিলায় যুব ও তরুণরা একত্রিত হয়েছেন। দেশ গড়ার শপথ নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে জনগণ আজ ঐক্যবদ্ধ।

নৌপরিবহন প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বিএনপি-জামায়াত আন্দোলনের নামে পুলিশ ও সাধারণ মানুষকে হত্যা করছে। অগ্নিসংযোগ করে সম্পদ ধ্বংস করছে। আমরা আন্দোলন করে জীবন দিয়েছি কিন্তু কারো জীবন কেড়ে নেই নাই। আমরা জনগণের সম্পদ অগ্নিসংযোগ করে ধ্বংস করি নাই।’

‘আজ থেকে দিনাজপুরের বিরল থেকে নৌকার নির্বাচনী প্রচারণা শুরু হলো’ উল্লেখ করে তিনি বলেন, গত ১৫ বছর ধরে শেখ হাসিনা মায়ের মমতা দিয়ে, বোনের স্নেহ দিয়ে একটি আধুনিক রাষ্ট্র বিনির্মাণে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ তাই বদলে গেছে।

তিনি আরও বলেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একত্রিত হয়ে গেছে। ১১ নভেম্বর কক্সবাজারে রেললাইন, রেলস্টেশন, গভীর সমুদ্র বন্দরের ভিত্তিপ্রস্তর ও সাড়ে ১৪ কিলোমিটার টানেল এবং দক্ষিণ এশিয়ার বৃহত্তর ঘোড়াশাল সার কারখানার তিনি উদ্বোধন করেছেন। এই সার কারখানা থেকে ৯ লাখ মেট্রিক টন সার উৎপাদন হবে। সোমবারও তিনি খুলনায় নানাবিধ উন্নয়ন কাজের উদ্বোধন করেন। আগামী ১৪ নভেম্বর বাংলাদেশের বিভিন্ন কার্যক্রমের উদ্বোধন করবেন। এই উন্নয়ন হলো আগামী দিনে বাংলাদেশকে পৃথিবীর সঙ্গে যুক্ত করে দেয়ার জন্য।

সমাবেশে উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল মালেক মাস্টারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমা কান্ত রায়, বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান বাবু, উপজেলা মহিলা লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওয়াহেদা খানম, সাধারণ সম্পাদক বিলকিস পারভীন প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন