অনলাইন ডেস্ক:
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, শেখ হাসিনা ক্ষমতা হারানোর ভয়ে নির্বাচন দেননি। নির্বাচন নিয়ে এখনো অনেকেই ষড়যন্ত্র করছেন। কেউ কেউ বলেন নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায় আসবে। এজন্যই নির্বাচন পেছাতে হবে। বিএনপি জনগণের দল। নির্বাচন ডিসেম্বরে দেন, জানুয়ারিতে দেন আর অক্টোবরেই দেন। যখনই নির্বাচন হবে তখনই বিএনপি ক্ষমতায় আসবে।
শনিবার কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা বিএনপির সভাপতি আমিনুর রহমান ভূঁইয়া এমাদ মিয়ার ৪৩তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আব্দুস সালাম বলেন, অনেকেই বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে মেলাতে চায়। কিন্তু সেটা কখনোই সম্ভব হবে না। আওয়ামী লীগ লুটেরার দল, চোরের দল। আওয়ামী লীগ যখন দেশকে ধ্বংস করে দেয় তখনই বিএনপি এসে দেশ মেরামতের দায়িত্ব নেয়।
তিনি আরো বলেন, বিগত দিনে বিএনপির শত শত নেতাকর্মীকে গুম, খুন, জেল-জুলুম নির্যাতন করা হয়েছে। এরপরও আমরা প্রতিহিংসা দেখাতে চাই না।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ-সভাপতি আমিরুজ্জামান জামান, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশের সভাপতি ইঞ্জিনিয়ার ফয়সাল সালাম সাগর, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ভূঁইয়া প্রমুখ।