হোম খেলাধুলা নির্বাচন জেতার পরদিনই মাঠে সাকিব

নির্বাচন জেতার পরদিনই মাঠে সাকিব

কর্তৃক Editor
০ মন্তব্য 95 ভিউজ

স্পোর্টস ডেস্ক:

দ্বাদশ জাতীয় নির্বাচনে মাগুরা-১ থেকে সংসদ সদস্য নির্বাচন হয়েছেন সাকিব আল হাসান। বছরের শুরুর দিন থেকেই নির্বাচনের কাজে ব্যস্ত থাকা সাকিব এবার ফিরলেন মাঠে।

নির্বাচনে জয়ী সাকিব বিশ্রামের সুযোগ পাচ্ছেন না। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য নিজেকে প্রস্তুত করছেন তিনি। যার ফলে সোমবার (৮ জানুয়ারি) বিকেলে মাঠে এসেছেন সাকিব।

মূলত অনুশীলনের জন্য মিরপুরের ইনডোর স্টেডিয়ামে এসেছেন সাকিব। ইনডোর স্টেডিয়ামে রয়েছেন কোচ নাজমুল আবেদীন ফাহিম। এ ছাড়াও, ফিজিও বায়েজেদুল ইসলাম, তুষার কান্তি দাস হাওলাদার ও চিকিৎসক মনজুর হোসেন আছেন ইনডোরে।

আজ সোমবার (৮ জানুয়ারি) দুপুর ৩টার দিকে মিরপুরে আসেন সাকিব। এদিন ব্যাটিং অনুশীলনে বেশ মনোযোগী দেখা গেছে সাকিবকে। লম্বা সময় ধরে নেটে ব্যাটিং করেন তিনি। বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে আঙুলের চোটে ছিটকে যাওয়ার পর এই প্রথম ব্যাটিং অনুশীলন করতে দেখা গেল সাকিবকে। এর আগে নির্বাচনের প্রচারণা চলাকালীন সময়ে মাগুরায় ফিটনেস অনুশীলন করেছিলেন সাকিব।

এর আগে রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন সাকিব। মাগুরা-১ আসনের ১৫২ কেন্দ্রে নৌকা প্রতীক নিয়ে ১ লক্ষ ৮৫ হাজার ৩৮৮ ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকের কাজী রেজাউল ইসলাম পেয়েছেন ৫ হাজার ৯৯৩ ভোট।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন