হোম জাতীয় নির্বাচন ইস্যুতে বিদেশি শক্তি মোকাবিলায় যে পরামর্শ বিশেষজ্ঞদের

জাতীয় ডেস্ক:

অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন ইস্যুতে বিদেশি শক্তির পদক্ষেপ বা তোড়জোড় গণতন্ত্রের ঘাটতি দূর করতে পারবে না বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। বরং তা দেশের মধ্যে বিভাজন বাড়িয়ে ফায়দা হাসিলের সুযোগ তৈরি হবে। তাই ভূরাজনৈতিক কূটনীতিতে কৌশলী হয়ে অর্থনৈতিক উন্নতির দিকে গুরুত্ব দেয়ার পরামর্শ বিশ্লেষকদের। গণতন্ত্র, মানবাধিকারে সরকারকে আরও যত্নবান হওয়ার পরামর্শও তাদের।

শনিবার (৮ জুলাই) ১৫ দিনের সফরে বাংলাদেশে আসছে আগামী জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের পরিবেশ অনুসন্ধানী ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদল। এ সফরে দলটি নির্বাচনী কাঠামোর ধাপসহ সব পক্ষের সঙ্গে বৈঠক করবে। তাদের প্রতিবেদনের ওপরই সিদ্ধান্ত হবে বাংলাদেশের নির্বাচনে ইইউ পর্যবেক্ষক দল আসবে কিনা।

অন্যদিকে, মার্কিন উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সফর করবে ঢাকা। র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা, বাংলাদেশের জাতীয় নির্বাচন সুষ্ঠু করার শর্ত রেখে মার্কিন ভিসা নীতির নতুন সংযোজনের পর, ৬ মাসে দেশটির ভিন্ন পর্যায়ের প্রতিনিধিদলের সফরকে ভৌগোলিক কূটনীতির অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

তাদের মতে, বিদেশি শক্তি কখনোই কোনো স্বাধীন দেশের গণতন্ত্র জোরদার করতে পারে না। বরং তাদের পদক্ষেপের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের।

এ বিষয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ সময় সংবাদকে বলেন, বিদেশিরা এসে কখনো সমাধান করবে না বা করার কথাও না। বরং তারা এই বিভাজনটাকে বাড়িয়ে তাদের যতটুকু সুবিধা নেয়ার, সেটা নিচ্ছেন অথবা না জেনেশুনে তারা এমনটা করছেন।

ব্যবসা বাণিজ্যের পরেই গণতন্ত্র-মানবাধিকার পশ্চিমা দেশগুলোর বৈদেশিক কূটনীতির বড় জায়গা দখল করে আছে। এ বিষয়টিকে মাথায় রেখেই ভৌগোলিক অবস্থান এবং পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠা বাংলাদেশ নিজের অবস্থান পরিস্কার রাখছে বলেও মনে করেন বিশ্লেষকরা।

সাবেক পররাষ্ট্র সচিব অধ্যাপক শহীদুল হক বলেন, পৃথিবী একটা টালমাটাল অবস্থায় আছে। একটা বিশ্বব্যাবস্থা ভেঙে পড়েছে। আরেকটা বিশ্বব্যাবস্থা গড়ে উঠার পথে। এ সময় এই ধরনের সাংঘর্ষিক ঘটনা ঘটবেই। যেহেতু বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ জায়গায় বে অব বেঙ্গলে আছে, সুতরাং বাংলাদেশের অবস্থান নিয়ে বিশ্বব্যাপী আলোচনা হবেই। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় বলেছেন, আমরা সবার সঙ্গে আছি, কারও সঙ্গে আমাদের শত্রুতা নেই।

আন্তর্জাতিক দরকষাকষির খেলায় বাণিজ্য, নিরাপত্তা, রোহিঙ্গা সমস্যাকে গুরুত্ব দিয়ে এগোনোর পরামর্শ বিশেষজ্ঞের।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন