হোম জাতীয় নির্বাচন অফিসের নিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইসির চিঠি

জাতীয় ডেস্ক:

সারাদেশের আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদার করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।

রোববার (১৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তিনি জানান, নির্দেশনাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে।

ইসি সূত্র জানায়, নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা, ব্যালট বাক্স, ব্যালট পেপার ও বিভিন্ন প্রকারের গুরুত্বপূর্ণ নির্বাচনী মালামাল নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ের ১০টি আঞ্চলিক নির্বাচন অফিস, প্রতিটি জেলা নির্বাচন অফিস, প্রত্যেক উপজেলা নির্বাচন অফিস এবং মেট্রোপলিটন এলাকায় থানা নির্বাচন অফিসে সংরক্ষণ করা হবে।

জাতীয় নির্বাচনের আগে এসব অফিসের নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ের এই অফিসসমূহের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি বলে জানিয়েছে ইসি।

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ কার্যালয়গুলোর নিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন