হোম আন্তর্জাতিক নির্বাচনে হস্তক্ষেপ মামলায় নিজেকে নির্দোষ দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের গত (২০২০ সালের) প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পাল্টে দিতে হস্তক্ষেপ চেষ্টার অভিযোগে করা মামলায় নিজেকে নির্দোষ দাবি করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৩ আগস্ট) ওয়াশিংটনের একটি আদালতে মামলার শুনানিতে অংশ নিয়ে এ দাবি করেন তিনি। খবর আল জাজিরার।

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে পরাজয় মানতে অস্বীকার করেন ট্রাম্প।

শুধু তাই নয়, ২০২১ সালের ৬ জানুয়ারি কংগ্রেসের যৌথ অধিবেশনে বাইডেনের জয়ের সত্যায়ন প্রক্রিয়া ঠেকাতে ট্রাম্পের উসকানিতে মার্কিন পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে হামলা চালায় তার সমর্থকেরা। এছাড়া নির্বাচনের পাল্টে দিতে হস্তক্ষেপের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

এ নিয়ে তদন্তের পর গত মঙ্গলবার (১ আগস্ট) ট্রাম্পের বিরুদ্ধে ৪৫ পাতার অভিযোগপত্র আদালতে দাখিল করেন স্পেশাল কাউন্সেল তথা বিশেষ আইনি পরামর্শক জ্যাক স্মিথ। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের পক্ষে ট্রাম্পের বিরুদ্ধে এই তদন্তের নেতৃত্ব দিচ্ছেন তিনি।

অভিযোগে বলা হয়েছে, ট্রাম্প নির্বাচনের ফল উল্টে দেয়ার জন্য বেআইনি পথ বেছে নিয়েছিলেন। ট্রাম্পের বিরুদ্ধে রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করতে ষড়যন্ত্র, অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, রাষ্ট্রীয় কাজে বাধা দেয়ার ষড়যন্ত্রসহ মোট চারটি অভিযোগ আনা হয়েছে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) ছিল এই মামলার প্রথম শুনানি। আদালতে শুনানি শুরুর পর ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগগুলো পড়ে শোনান বিচারক মোক্সিলা উপাধ্যায়। অভিযোগ প্রমাণিত হলে তার কত বছরের সাজা হতে পারে তা-ও জানানো হয়। সেই সঙ্গে আগামী ২৮ আগস্ট মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়।

শুনানিতে ট্রাম্প বলেন, তিনি নির্দোষ। এরপর আদালত ত্যাগ করার পর ভার্জিনিয়ার বিমানবন্দর থেকে ট্রাম্প বলেন, আপনি খেয়াল করলে বুঝতে পারবেন যে, এটা একজন রাজনৈতিক বিরোধীর বিচার। আমেরিকার মাটিতে এটা কখনও হওয়ার কথা ছিল না।’

আইনি ঝামেলা যতই বাড়তে থাকুক, ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তা একটুও কমেনি। উল্টো অন্য সব মনোনয়ন প্রত্যাশীদের চেয়ে জনপ্রিয়তায় অনেক এগিয়েই আছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।

জুলাই মাসে একাধিক জনমত জরিপের এক গড় থেকে দেখা যায়, ডোনাল্ড ট্রাম্প এসব জরিপে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফ্লোরিডার গভর্নর রন ডিসেন্টিসের চেয়ে ৩৭ শতাংশের ব্যবধানে এগিয়ে আছেন।

কিন্তু ফেব্রুয়ারি মাসে চিত্রটা ছিল ভিন্ন। তখন ট্রাম্প ও ডিসেন্টিসের মধ্যে জনসমর্থনের পার্থক্য ছিল মাত্র দুই শতাংশ। তারপর থেকে ডিসেন্টিসের সমর্থন ক্রমাগত কমতে থাকে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন