হোম রাজনীতি নির্বাচনে প্রতিবেশি দেশের হস্তক্ষেপ বড় চ্যালেঞ্জ: চীনা প্রতিনিধি দলকে জামায়াতের আমির

নির্বাচনে প্রতিবেশি দেশের হস্তক্ষেপ বড় চ্যালেঞ্জ: চীনা প্রতিনিধি দলকে জামায়াতের আমির

কর্তৃক Editor
০ মন্তব্য 42 ভিউজ

নিউজ ডেস্ক:

নির্বাচনে প্রতিবেশি দেশের হস্তক্ষেপ বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ বলে চীনা প্রতিনিধি দলকে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সব দলের ঐকবদ্ধ চেষ্টা এই চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) মগবাজারে দলীয় কার্যালয়ে চীনা প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

এর আগে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেন চীনের ফরেন অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট ঝো পিংজিয়ানসহ উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বৈঠকে জামায়াতের প্রতিনিধি দলের চীন সফরের অভিজ্ঞতা তুলে ধরেন দলটির আমির।

বৈঠকে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করা ও অর্থনৈতিক প্রবৃদ্ধিসহ দুদশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় দুদেশের পার্টি টু পার্টি এবং সরকারের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া বাংলাদেশের গণঅভ্যুত্থান এবং পরবর্তী পরিস্থিতি তুলে ধরে জামায়াত ইসলামী।

পাশের দেশে পালিয়ে থাকা শেখ হাসিনার দেশবিরোধী ষড়যন্ত্রের কথা তুলে ধরার পাশাপাশি নির্বাচন ইস্যুতে জামায়াতের অবস্থান তুলে ধরা হয়। তিনি জানান, সংস্কার শেষে যেকোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত তারা। দেশ শাসনের দায়িত্ব পেলে সমতার ভিত্তিতে কাজ করবে জামায়াত ইসলামী।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন