জাতীয় ডেস্ক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে, চলছে ভোট গণনা। এদিন মাগুড়া-১ আসনের মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক ও নৌকার প্রার্থী সাকিব আল হাসান সকাল ৮টায় ভোট দেন।
বিকেল ৪টায় ভোট শেষে প্রিসাইডিং কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার জানান, মাগুড়া-১ আসনের এই কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ভোট পড়েছে ১ হাজার ৪৪৪টি। যা মোট ভোটের ৫৩ শতাংশ। এর মধ্যে সাকিব আল হাসান পেয়েছেন ১ হাজার ৪০৭টি ভোট। সে হিসাবে বাক্সে জমা পড়া ব্যালটের ৯৭ শতাংশের বেশি ভোট পেয়ে কেন্দ্রটি জিতে নিয়েছেন তিনি।
কেন্দ্রটিতে মোট ভোটার সংখ্যা ছিল ২ হাজার ৮১৮ জন। যেখানে নারী ভোটারের সংখ্যা ১ হাজার ৫২৫ ও পুরুষ ভোটার রয়েছে ১ হাজার ৩৯৩ জন।
প্রিসাইডিং অফিসার প্রদীপ কুমার মজুমদার আরও জানান, ‘সাকিব তার কেন্দ্রে সকাল ৮টায় ভোট দিয়েছেন তখন প্রচণ্ড শীত থাকায় ভোটার উপস্থিতি ছিল কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বেড়েছিল।’