হোম রাজনীতি নির্বাচনে জনগণের রায়টা আমরা চাই: পররাষ্ট্রমন্ত্রী

রাজনীতি ডেস্ক:

নির্বাচনে দেশের জনগণের প্রতি বিশ্বাস আছে বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, ‘জনগণের রায়টা আমরা চাই। চাই বহু লোক নির্বাচনে ভোট দিক। এগুলোই আমাদের চ্যালেঞ্জ।’

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নির্বাচন ঘিরে বহির্বিশ্বের চাপ নিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা বহির্বিশ্বের প্রেশারে নাই। আমরা একটা সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করতে চাই। এটাই আমাদের প্রেশার। বহির্বিশ্ব আমাদের সহায়ক হিসেবে কাজ করছে। বহির্বিশ্বও চায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন।’

বিএনপি বার বার দাবি করছে যুক্তরাষ্ট্র এ ধরনের নির্বাচন চায় না- এ বিষয়ে আব্দুল মোমেন বলেন, ‘আমার মনে হয়, বিএনপি যে কাজগুলো করেছে, যুক্তরাষ্ট্র তাতে সন্তুষ্ট নয়। কারণ, যুক্তরাষ্ট্রও জ্বালাও-পোড়াও চায় না। বিএনপির কাছে থেকে গণতান্ত্রিক মনোভাব তারা (যুক্তরাষ্ট্র) পায়নি।’

যুক্তরাষ্ট্র গণতন্ত্রে বিশ্বাস করে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরাও গণতন্ত্রে বিশ্বাস করি। তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করে, আমরাও তাই করি। আমাদের সঙ্গে তাদের মানসিক তফাৎ নাই।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন