হোম রাজনীতি নির্বাচনে আমার নয়, জয় হয়েছে জনগণের: প্রধানমন্ত্রী

নির্বাচনে আমার নয়, জয় হয়েছে জনগণের: প্রধানমন্ত্রী

কর্তৃক Editor
০ মন্তব্য 91 ভিউজ

রাজনীতি ডেস্ক:

এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ব্যতিক্রম উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ নির্বাচনে তার নয়, জয় হয়েছে বাংলাদেশের মানুষের।

সোমবার (৮ জানুয়ারি) বিকেলে গণভবনে দেশি-বিদেশি নির্বাচনী পর্যবেক্ষকদের প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন তিনি।

নিজের চলার পথ কখনো সহজ ছিল না জানিয়ে শেখ হাসিনা বলেন, মৃত্যুকে অনেক কাছ থেকে দেখেছি। বারবার আমার ওপরই হামলা হয়েছে। জনগণের কথা বলতে গিয়ে অনেকবার আক্রমণের স্বীকার হয়েছি, কিন্তু দমে যাইনি। মানুষের মৌলিক অধিকার নিশ্চিতে কাজ করে গেছি।

এবারের নির্বাচন ব্যতিক্রম উল্লেখ করে সরকার প্রধান বলেন, সবসময় চেষ্টা ছিল নির্বাচনটাকে সুষ্ঠু করার। যাতে মানুষই সিদ্ধান্ত নিতে পারে, কারা তাদের প্রতিনিধি হবেন। চেয়েছি ভোটাধিকারটা রক্ষা করতে। ওই দলটি (বিএনপিকে ইঙ্গিত করে) নির্বাচনে আসেনি, ভোটকে ভয় পেয়ে। এই নির্বাচনে আমার নয়, জয় হয়েছে দেশের জনগণের।

‘‘নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে পারে সেই উদাহরণ সৃষ্টি করতে পেরেছি।এই নির্বাচনে মানুষের ভোটাধিকারটা সুরক্ষিত হয়েছে। এখনো নির্বাচনী গেজেট ঘোষণা হয়নি। তাই অপেক্ষা করতে হচ্ছে। সাংবিধানিক সব প্রক্রিয়া অনুসরণ করেই শপথ ও মন্ত্রিসভা গঠন করা হবে’’, যোগ করেন প্রধানমন্ত্রী।

আওয়ামী লীগের সভাপতি বলেন, আমরা হয়তো আবারও সরকার গঠন করতে যাচ্ছি। এক্ষেত্রে খাদ্য নিরাপত্তা, পুষ্টির নিরাপত্তাসহ যোগাযোগ ব্যবস্থার আরও উন্নয়ন করতে হবে, দারিদ্র্যের হার আরও কমানো, অবকাঠামোগত উন্নয়নসহ বাকি থাকা অন্যসব কাজ এগিয়ে নিতে হবে।

বাংলাদেশকে স্মার্ট বানানোর লক্ষ্যে কাজ করবেন জানিয়ে তিনি বলেন, লক্ষ্যটাই হলো ২০৪১ সাল, স্মার্ট একটা দেশ তৈরি করা। যেখানে সমৃদ্ধ দেশে সবাই সুখে-শান্তিতে বসবাস করবে। সরকার গঠনের পর স্বল্প-মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে আরও উন্নয়ন কাজ করা হবে। প্রতিবেশী দেশগুলোও আমাদের সহায়তা করে যাচ্ছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন