হোম জাতীয় নির্বাচনের আগেই হেরে গেছে ডালিয়া, বললেন মোস্তফা

জাতীয় ডেস্ক :

রংপুর সিটি করপোরেশন নির্বাচনের চতুর্থ দিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগ মনোনীত হোসনে আরা লুৎফা ডালিয়া নির্বাচনের আগেই হেরে গেছে বলছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা।

সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে নগরীর কুকরুল মোড় থেকে প্রচারণা শুরু করেন লাঙ্গলের এই প্রার্থী। নিউ জুম্মা পাড়া আসতেই তাকে ঘিরে ধরে সাধারণ ভোটাররা।

এ সময় মোস্তফাকে ভোট দেয়ার প্রতিশ্রুতিও দেন তারা। পরে কুকরুল মোড়ে প্রচারণায় এলে এলাকাবাসী জড়ো হয়ে লাঙ্গলের পক্ষে স্লোগান দিতে শুরু করে। এ সময় উপস্থিত নেতারাও তাদের সঙ্গে তাল মিলিয়ে স্লোগান দেয়।

প্রচারণায় অংশ নিয়ে মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, নৌকা প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া ভোটের আগেই হেরে গেছে। করোনাকালীন সময় তিনি বলতে পারবে কাউকে ১০ কেজি চাল দিয়েছে বা সহযোগিতায় আসতে পেরেছে।

মোস্তফা আরও বলেন, নির্বাচনী আচরণবিধি মেনে গণসংযোগ করা হচ্ছে। পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে ডেমি ইভিএম তৈরি করে কিভাবে ভোট দিতে হবে সেই বিষয় গুলো ট্রেনিং সেশনের মাধ্যমে জনগণকে জানানো হচ্ছে। এছাড়া নগরীর রাস্তাঘাট সহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এ পাঁচ বছরেই হয়েছে। ক্ষমতায় আসার পর নগরীর যে উন্নয়ন হয়েছে তার পরিপ্রেক্ষিতেই জনগণ আমাকে পুনরায় নির্বাচিত করবে।

এ সময় প্রচারণায় অংশ নেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন, জেলা কমিটির আহ্বায়ক হাজী আব্দুর রাজ্জাক, জেলা যুব সংহতির সভাপতি হাসানুজ্জামান নাজিম, মহানগর ছাত্রসমাজের সভাপতি ইয়াসিন আরাফাত আসিফ, জেলা ছাত্রসমাজের আহবায়ক আরিফুল ইসলাম, ৪নং ওয়ার্ড জাপার সভাপতি হানিফুর রহমান হানিফ, ৫নং ওয়ার্ড সভাপতি আবুল কাশেমসহ জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।

আগামী ২৭ ডিসেম্বর তৃতীয়বারের মতো এ সিটি কর্পোরেশনের অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন। প্রথমবারের মতো ভোট গ্রহণ হবে ইভিএম মেশিনে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন