হোম জাতীয় নির্বাচনী মামলা শুনবে হাইকোর্টের ২ বেঞ্চ

জাতীয় ডেস্ক:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিভিন্ন অপভিযোগ ও মামলা শুনানিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আলাদা দুটি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

সোমবার (১১ ডিসেম্বর) বেঞ্চ দুটি গঠন করা হয়। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট সূত্র এ তথ্য জানিয়েছে।

হাইকোর্টের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে একটি বেঞ্চ এবং বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে অপর একটি বেঞ্চ গঠন করা হয়েছে।

প্রধান বিচারপতির সই করা বিজ্ঞপ্তিত বলা হয়, ভ্যাট, সম্পূরক শুল্ক, কাস্টমস, ইনকাম ট্যাক্স. অর্থঋণ আইন ও বাংলাদেশ নির্বাচন কমিশন আইন ও বিধি সংক্রান্ত বিষয়সহ জরুরি সব অর্থাৎ সাধারণ রিট মোশন ও তৎসংক্রান্ত শুনানি হাইকোর্ট বিভাগ ও উহার অধীনস্থ আদালতসমূহের অবমাননার অভিযোগ গ্রহণ করিবেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন