হোম অন্যান্যসারাদেশ নির্বাচনী জনসংযোগের সময় আহত হান্নান মাসউদ

নির্বাচনী জনসংযোগের সময় আহত হান্নান মাসউদ

কর্তৃক Editor
০ মন্তব্য 42 ভিউজ

নিউজ ডেস্ক:
নোয়াখালীতে নির্বাচনী জনসংযোগের সময় আহত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে দলটির প্রার্থী আবদুল হান্নান মাসউদ।

রোববার (১৪ ডিসেম্বর) সকাল আটটার দিকে হাতিয়ার ওছখালি পুরাতন বাজার এলাকায় ব্যাটারিচালিত একটি অটোরিকশার ধাক্কায় এ ঘটনা ঘটে। পরে তিনি তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

এ বিষয়ে জানতে চাইলে আবদুল হান্নান মাসউদ বলেন, পুরাতন বাজারে জনসংযোগ চালানোর সময় হঠাৎ একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। অটোরিকশাটি তার বাঁ পায়ের ওপর দিয়ে চলে যায়। ঘটনার পরপরই তিনি পায়ের এক্স-রে করান। পায়ে ব্যথা থাকলেও গুরুতর কোনো সমস্যা ধরা পড়েনি। চিকিৎসা নেওয়ার পর তিনি আবারও জনসংযোগ কার্যক্রমে অংশ নেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও হাতিয়া উপজেলা যুবশক্তির আহ্বায়ক মো. ইউসুফ রেজা বলেন, পেছন দিক থেকে এসে অটোরিকশাটি হান্নান মাসউদের পায়ের ওপর দিয়ে চলে যায়। অটোরিকশার চালক কম বয়সী ছিলেন। বেখেয়ালভাবে গাড়ি চালানোর কারণেই দুর্ঘটনাটি ঘটে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল আলম বলেন, ঘটনাটি গুরুতর নয়। সড়কের পাশে দিয়ে হাঁটার সময় চলন্ত একটি অটোরিকশার চাকা হান্নান মাসউদের বাঁ পায়ের পাতার ওপর দিয়ে চলে যায়। এতে তিনি সামান্য আঘাত পান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন