হোম জাতীয় নির্বাচনী অনিয়ম রোধ করবেন ৬৫৩ বিচারিক হাকিম

জাতীয় ডেস্ক:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকালে বিভিন্ন অপরাধের বিচার করতে মাঠে থাকবেন ৬৫৩ জন বিচারিক হাকিম। এরই মধ্যে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে আইন মন্ত্রণালয়ে এ বিষয়ে রিকুইজিশন দেযা হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) সাংবাদিকদের এ তথ্য জানান ইসির আইন শাখার যুগ্মসচিব মো. মাহবুবার রহমান সরকার।

তিনি বলেন, নির্বাচনের সময় বিচারিক হাকিম থাকবেন ৬৫৩ জন। উনারা ভোটের দিনসহ আগে ও পরে মিলিয়ে মোট পাঁচদিন কাজ করবেন।

তিনি আরও বলেন, নির্বাচন ঘিরে অনিয়ম নিষ্পত্তির জন্য সারা দেশের ৩০০ আসনে বিচার বিভাগীয় কর্মকর্তাদের দিয়ে অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২২টি কমিটি কাজ করেছে।

মাহবুবার রহমান জানান, আগে বিচারিক কর্মকর্তারা যারা আসতেন তারা বিচারিক অফিসও করতেন। এবার কমিশনের অনুরোধে সুপ্রিম কোর্ট তাদের ফুলটাইমের জন্য নিয়োগ দিয়েছেন। সবসময় তারা নির্বাচন ঘিরে নানা অনিয়ম নিষ্পত্তির জন্য কাজ করবেন।

তফসিল অনুযায়ী এবার মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর। এছাড়া রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি করা হবে ৫ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে। ১৭ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। আর রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। ভোট হবে ৭ জানুয়ারি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন