হোম জাতীয় নিরাপদ ঈদযাত্রার লক্ষ্যে কোচ মেরামতে ব্যস্ত রেলওয়ে শ্রমিকরা

জাতীয় ডেস্ক:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফিরবে মানুষ। আর তাই রেলওয়ে কোচের বাড়তি যোগান দিতে কোচ সংস্কার কাজে ব্যস্ত সময় পার করছেন সৈয়দপুর রেলওয়ে কারখানার কর্মকর্তা-কর্মচারীরা।

বাংলাদেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা থেকে প্রতি মাসে স্বাভাবিক নিয়মে ৪০টি কোচ সংস্কার হয়ে যোগ হয় রেলবহরে। প্রতি বছরের মতো এবারও ঈদুল আজহা উপলক্ষে ঘরে ফেরা মানুষের যাত্রা নিরাপদ ও আনন্দময় করতে রেল বহরে যুক্ত হবে অতিরিক্ত কোচ।

সৈয়দপুর বিভাগীয় রেল প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী এবার অতিরিক্ত ৬০টি রেলকোচ ঈদ স্পেশাল রেল বহরে যুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়। এ অতিরিক্ত কোচগুলি চলতি মাসের ২৬ জুনের মধ্যে আউটটার্ন দেয়ার সিদ্ধান্ত হয়। বাড়তি কোচের যোগান দিতে সৈয়দপুর রেলওয়ে কারখানার সংশ্লিষ্ট সপগুলোর কর্মকর্তা-কর্মচারীর পাশাপাশি শ্রমিকরাও অতিরিক্ত সময় কাজ করছেন।

শ্রমিক ও কর্মচারীরা জানান, জনবল কম থাকা সত্ত্বেও অতিরিক্ত আয় ও ভালোলাগার টানে কোচগুলো তৈরিতে তারা অতিরিক্ত শ্রম দিচ্ছেন।

সৈয়দপুর রেলওয়ে কারখানার ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী মোমিনুল ইসলাম বলেন, ‘লোকবল সংকটের মাঝেও নির্ধারিত সময়ে রেলবহরে অতিরিক্ত কোচ সরবরাহ করতে সক্ষম হব। এরইমধ্যে ঈদ স্পেশাল রেলবহরে যুক্ত করার জন্য ১০০টি কোচের মধ্যে ৮৫টি সরবরাহ করা হয়েছে।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন