জাতীয় ডেস্ক:
নির্দলীয়-নিরপেক্ষ সরকারের দাবি বুধবার (১২ জুলাই) থেকে নতুন করে শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান। এ জন্য নেতাকর্মীদের সব ধরনের প্রস্তুতি নেয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (৯ জুলাই) রাজধানীর নয়া পল্টনে ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর বিএনপির যৌথ সভায় তিনি এ কথা জানান।
আমান বলেন, ‘১২ তারিখ থেকে নতুন ধারা চালু হবে, অতীতের সব রেকর্ড ভাঙা হবে। সরকারকে হটিয়েই ঘরে ফিরবে বিএনপি, শপথ নেয়া হয়েছে।’
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক বলেন, এই সরকারকে বাংলাদেশের মানুষ ক্ষমতায় রাখবে না। সরকার ১৪ ও ১৮ সালের মতো আরেকটি নির্বাচন করতে চায়, কিন্তু জনগণ তা করতে দেবে না।
তিনি আরও বলেন, ‘জনগণ আজ মাঠে নেমে এসেছে। অনির্বাচিত সরকারের অধীনে আর নির্বাচন হবে না। নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি নতুন করে শুরু হবে ১২ তারিখ থেকে।’
‘এই বাংলাদেশ কি শেখ হাসিনা আর ওয়ায়দুল কাদেরকে ইজারা দেয়া হয়েছে?,’ প্রশ্ন রাখেন আমান।
বিএনপির এই নেতা বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে। জীবনের বিনিময়ে হলেও সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে, খালেদা জিয়াকে মুক্ত করা হবে।’