আন্তর্জাতিক ডেস্ক :
বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রতিবারের মতো এবারও পালন করা হলো আর্থ আওয়ার।
শনিবার রাতে এক ঘণ্টার জন্য বিভিন্ন স্থাপনার বাতি নিভিয়ে একযোগে কর্মসূচিটি পালন করে বিশ্বের বিভিন্ন দেশ।
হঠাৎ করেই নিভে গেল আইফেল টাওয়ারের জ্বলন্ত লাইট। না, বৈদ্যুতিক কোনো ক্রটির জন্য এটা হয়নি; বরং বিশ্বে যে হারে পরিবেশ দূষণ হচ্ছে, তাতে সচেতনতা তৈরির লক্ষ্যে এভাবে লাইট বন্ধ করে পালন করা হয় আর্থ আওয়ার।
বিশ্বে যে গতিতে জলবায়ু পরিবর্তন হচ্ছে, তাতে পরিবেশের ভারসাম্য মারাত্মক হুমকির মুখে পড়বে। এ থেকে বিশ্ববাসীকে সচেতন করার লক্ষ্যেই প্রতিবছর ২৬ মার্চ রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত লাইট বন্ধ করে দিয়ে দিনটি পালন করেন পরিবেশবাদীরা।
ভারতে একের পর এক উৎসব চলে সারা বছর ধরে। আর সেই সঙ্গে তালমিলিয়ে পরিবেশও পড়ে হুমকির মুখে। এরই ধারাবাহিকতায় এবার মানুষকে সচেতন করার লক্ষ্যে দেশটিতে পালিত হয়েছে আর্থ আওয়ার। দেশটির পরিবেশবাদীদের উদ্যোগে এখানেও লাইট বন্ধ করে পালিত হয় দিনটি।
একজন বলেন, ‘বিশ্বে যে হারে পরিবেশ দূষণ বাড়ছে, আমরা যদি এখনই সচেতন না হই, তাহলে খুব তাড়াতাড়ি আমরা সমস্যার মুখে পড়ব।’
একইভাবে গ্রিসের অ্যাথেন্সের সবচেয়ে প্রাচীন নগরী অ্যার্কোপলিসের কয়েকটি মন্দিরেও লাইট বন্ধ করে দিনটি পালন করে দেশটির মানুষ। এ ছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ছাড়াও বিশ্বের অনেক দেশে পালিত হয়েছে দিনটি।
পরিবেশের ভারসাম্য রক্ষায় মানুষকে সচেতনতার লক্ষ্যে ২০০৭ সালে প্রথমবারের মতো এমন উদ্যোগ নেয় আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডওয়াইড ফান্ড ফর নেচার। এরপর থেকে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের পরিবেশবাদীরা একযোগে দিনটি পালন করে আসছেন।
হিন্দুস্তান টাইমস
