স্পোর্টস ডেস্ক:
রাজনীতিতে খেলোয়াড়দের অংশগ্রহণ নতুন ঘটনা নয়। জাতীয় দলে খেলাকালীন সময়েই গত জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। এবার একই পথে হাঁটছেন আরও এক অধিনায়ক। জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুক।
দিন কয়েক আগে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন বিশ্বেসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে তিনটি আসনের মনোনয়ন ফরম কিনেছেন। এবার সেই মনোনয়ন ফরম জমা দিয়েছেন সাকিব। আজ মঙ্গলবার (২১ নভেম্বর) বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন সাকিব।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে অংশ নিতে ঢাকা -১০ এবং মাগুরা-১ ও ২ আসনের মনোনয়ন ফরম কিনেছেন সাকিব। ১৮ নভেম্বর তিনি এই ফরম সংগ্রহ করেছিলেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও সাকিবের যোগ দেয়ার গুঞ্জন উঠেছিল। যদিও সেবার তাকে রাজনীতির মাঠে দেখা যায়নি। তবে জাতীয় দলের আরেক তারকা ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজা নড়াইল-২ আসন থেকে নির্বাচন করে সংসদ সদস্য হন। এবার সেই লড়াইয়ে মাশরাফীকে দেখা যাবে।
গতকাল সোমবার (২০ নভেম্বর) ফের আওয়ামী লিগের ব্যানারে নির্বাচন করতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মাশরাফী। তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি। এবারও নড়াইল -২ আসন থেকে নির্বাচন করতে চান সাবেক বাংলাদেশ অধিনায়ক।