জসিম উদ্দিন:
বাগেরহাটের মোংলায় নির্মান করা হবে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামে স্কুল এন্ড কলেজ ও বৃদ্ধাশ্রম। উপজেলার চিলা ইউনিয়নের তেলীখালী এলাকায় নিজের মালিকানা ৬শ শতক জমি দিয়ে এসব প্রতিষ্ঠান তৈরীর কার্যক্রম শুরু করেছেন স্থানীয় বিএনপির নেতা আলহাজ্ব জুলফিকার আলী।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে সাইনবোর্ড বসিয়ে ওইসব প্রতিষ্ঠান তৈরীর প্রস্তুতি শুরু করা হয়।
এসময় এক সভায় জমিদাতা ও মোংলা পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব জুলফিকার আলী বলেন, মোংলা উপকুলীয় এলাকার মানুষ অবহেলিত। নদীতে মাছ ধরে প্রায় মানুষের জীবীকা নির্বাহ হয়। তাই এসব মানুষদের ভাগ্য উন্নোয়নে তিনি নির্মান করবেন, একাডেমিক স্কুল- কলেজ এবং মেরিন একাডেমি। সাথে থাকবে, এতিম খানা, বৃদ্ধাশ্রম, মজসিদ। তিনি তার মালিকানা জায়গা থেকে ৬০০ শতক জমি লিখেদিয়েছেন। ইতি মধ্যে বালু ভরাট শেষ হয়েছে। এখন সরকারী অনুমোদন ফেলে শুরু করা হবে সকল কাজ।
জুলফিকার আলী আরো বলেন, যেহেতু বাংলাদেশের অবহেলিত জনগোষ্ঠীর ভাগ্য উন্নোয়নে কাজ করে জেল- জুলুমের শিকার হয়েছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তাই উনার নামে তিনি( জুলফিকার আলী) এসব প্রতিষ্ঠান তৈরী করতে উদ্ভদ্ধ হয়েছেন।
এসময় বাগেরহাট জেলার মোংলা ও রামপাল উপজেলা বিএনপির নেতা কর্মিরা উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত আলোচনা সভায় রামপাল উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন বলেন, বাংলােশে এমন মানুষ খুব কমই রয়েছে। যিনি জিনের খরিদ করা বিশাল জায়গায় দলের নেত্রির নামে প্রতিষ্ঠান তৈরী করবে। এমন মহৎ কাজ করার জন্য তিনি মোংলা পৌর বিএনপির সভাপতি জুলফিকার আলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মোংলা উপজেলা বিএনপির সভাপতি মান্নান হালদারের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, মোংলা পৌর বিএনপির সাধারন সম্পাদনা মাহাবুবর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার, সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মিরা।
